শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ০৯:০৭

প্রবীণ নীতিমালা সংস্কার কমিশন গঠনের দাবি

হাসান আলী
প্রবীণ নীতিমালা সংস্কার কমিশন গঠনের দাবি

জুলাই গণঅভ্যুত্থানে সমাজে বিরাজমান বৈষম্য নিরসনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিলো অভূতপূর্ব। এখন মানুষের মধ্যে বৈষম্য অবসানের তীব্র আকাঙ্ক্ষা দেখা যাচ্ছে। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাদের দাবি দাওয়া বাস্তবায়নে সোচ্চার হয়েছে। দেশের প্রায় দুই কোটি প্রবীণের সমস্যা নিরসনে প্রবীণ নীতিমালার বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে।

প্রবীণদের চ্যালেঞ্জ মোকাবিলায় দীর্ঘ প্রচেষ্টা শেষে 'প্রবীণ নীতিমালা -২০১৩' জাতীয় সংসদে পাস করা হয়। প্রবীণ নীতিমালার লক্ষ্য হলো : প্রবীণদের মর্যাদাপূর্ণ, দারিদ্র্যমুক্ত, কর্মময়, সুস্বাস্থ্য ও নিরাপদ সামাজিক জীবন নিশ্চিত করা।

প্রবীণ নীতিমালা প্রণয়নের পর এটা বাস্তবায়নে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না।

প্রায় ৬০ লাখ প্রবীণ এখন মাসে ৬০০ টাকা হারে বয়স্ক ভাতা পান। সরকারি উদ্যোগে প্রতিটি বিভাগে একটা করে ৫০ শয্যার শান্তি নিবাস বানানো হয়েছে। ফরিদপুর ছাড়া বাকিগুলোতে প্রবীণরা বসবাস করেন না। সারা দেশে ৮৫ টি শিশু পরিবারে দশজন করে থাকার ব্যবস্থা করা হয়েছে।

মার্চ ‘২৩ সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি মন্ত্রণালয়কে নীতিমালা বাস্তবায়নের সুপারিশ করে। স্থায়ী কমিটির সুপারিশ হলো, সব ধরনের যানবাহনে প্রবীণদের কম ভাড়ায় যাতায়াত, প্রবীণদের উপযোগী রাস্তা তৈরি, প্রবীণ স্বাস্থ্য বীমা ও সঞ্চয়পত্র প্রবর্তন, সাশ্রয়ী মূল্যে চিকিৎসা সেবা প্রদান ও সিনিয়র সিটিজেন কার্ডের মাধ্যমে কম মূল্যে ওষুধ ক্রয়ের সুযোগ।

উপরের সুযোগ-সুবিধাগুলো কার্যকর করতে আমাদের প্রবীণরা দীর্ঘ সময় ধরে দাবি জানিয়ে যাচ্ছে।

আমাদের সংবিধানের ১৫ অনুচ্ছেদ অনুযায়ী ব্যক্তি বার্ধক্য পরিস্থিতিতে সরকারি সাহায্য লাভের অধিকারী।

প্রবীণ নীতিমালা -২০১৩ তে দারিদ্র্য দূরীকরণ, আর্থিক নিরাপত্তা, জীবন ও সম্পত্তির নিরাপত্তা, স্বাস্থ্য পরিচর্যা ও পুষ্টি, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগে প্রবীণ ব্যক্তি, শিক্ষা ও প্রশিক্ষণ, সিনিয়র সিটিজেন হিসেবে স্বীকৃতি, প্রবীণ ব্যক্তিদের অবদানের স্বীকৃতি ইত্যাদি বিষয় রয়েছে।

আমাদের দেশের প্রবীণদের দারিদ্র্য দূরীকরণ, আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্য পরিচর্যা ও পুষ্টি, জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি।প্রবীণের মর্যাদা প্রায় তলানীতে পৌঁছে গেছে। প্রবীণদের প্রতি আমাদের দৃষ্টি ভঙ্গি করুণা, দয়া ও কৃপার।

আমরা আজকে যাদেরকে প্রবীণ হিসেবে দেখি একদিন তারা শৈশব কৈশোর ও যৌবনে ছিলেন। প্রবীণরা তাদের যৌবন আমাদের ভবিষ্যৎ সুন্দর এবং শান্তিপূর্ণ করার জন্যে উৎসর্গ করেছিলেন। কথা ছিলো প্রবীণদের সিনিয়র সিটিজেন হিসেবে বিশেষ মর্যাদা দেয়া হবে। সেটা কবে থেকে হবে তা আমাদের সিনিয়ররা বলতে পারছেন না। নীতিমালায় আছে, প্রবীণ ব্যক্তিদের অবদানের স্বীকৃতি দেয়া হবে। প্রবীণরা মরার আগে সেই স্বীকৃতিটুকু পেতে চান। জলবায়ু পরিবর্তন ও দুর্যোগে প্রবীণ ব্যক্তির কষ্ট লাঘবে কার্যকর কোনো উদ্যোগ আমাদের নজরে আসছে না। শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে প্রবীণ ব্যক্তির জীবনযাপন সহজ করার প্রচেষ্টা নেই বললেই চলে।

প্রবীণ নীতিমালা বাস্তবায়ন, তদারকি, মূল্যায়নে জাতীয় পর্যায়ে কমিটি থাকবে। জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে অনুরূপ কমিটি কাজ করবে। প্রবীণরা এসব কমিটি বাস্তবে দেখে সন্তুুষ্ট হতে চায়।

পিতামাতার ভরণপোষণ আইন -২০১৩ সংসদে পাস হয়েছে। আইন থাকলেও আমাদের প্রবীণরা পরিবারের সদস্যদের দ্বারা কম-বেশি নির্যাতন- নিপীড়নের শিকার হয়ে থাকেন। বাবা-মা পারতপক্ষে সন্তানের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে ইচ্ছুক নন। নিতান্তই বাধ্য হয়ে যারা আইনের আশ্রয় গ্রহণ করেন তাদের সংখ্যা অতি নগণ্য। এই আইনটি নিপীড়ন-নির্যাতন বন্ধে যথেষ্ট কিনা তা পরীক্ষা নিরীক্ষা করে দেখা দরকার।

প্রবীণ ব্যক্তি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে, স্মৃতি শক্তি হারিয়ে ফেললে, নিজের কল্যাণ বুঝতে অক্ষম হলে, দুর্ঘটনায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পড়লে, প্রতিবন্ধী হলে তার পক্ষে কে টাকা পয়সা উত্তোলন, চিকিৎসা করার ব্যয় মেটানো, দৈনন্দিন জীবনযাপনের ব্যয় কে কিভাবে নির্বাহ করবে সে বিষয়ে সুস্পষ্ট কোনো আইন নেই। মানসিক সক্ষমতা আইন প্রণয়নের মাধ্যমে ব্যক্তির জীবনের নিরাপত্তা দিতে হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাবৃন্দের অনেকে প্রবীণ। গঠিত কমিশনের প্রধানরাও প্রবীণ।

আমাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। আমরা চাই প্রবীণ নীতিমালা বাস্তবায়ন কিংবা সংস্কার করতে একটা কমিশন গঠন করা হোক। সেই কমিশনের সুপারিশ মোতাবেক প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবন যাপনের সুযোগ দেয়া হোক।

লেখক : প্রবীণ বিষয়ে লেখক, গবেষক ও সংগঠক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়