সোমবার, ২১ অক্টোবর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা গণফোরামের কর্মী সমাবেশ
  •   নিষেধাজ্ঞার প্রথম দিনে ফরিদগঞ্জে অবাধে ইলিশ বিক্রি
  •   পিকনিকে যাওয়া শিক্ষার্থীর মরদেহ মেঘনায় ভেসে উঠলো দুদিন পর
  •   নেতা-কর্মীদের চাঁদাবাজি না করার শপথ করিয়েছেন এমএ হান্নান
  •   বিকেলে ইলিশ জব্দ ও জরিমানা

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ০০:০৪

অভিযানটির তাৎক্ষণিকতা ও ব্যবস্থাগ্রহণের যথার্থতা

অনলাইন ডেস্ক
অভিযানটির তাৎক্ষণিকতা ও ব্যবস্থাগ্রহণের যথার্থতা

'উচ্ছেদ হলো রাজারগাঁওয়ের অবৈধ মেলা' শিরোনামে গতকাল চাঁদপুর কণ্ঠে প্রকাশিত সংবাদে আলমগীর কবির লিখেছেন, হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁওয়ে অবৈধভাবে বসানো মেলা অবশেষে উচ্ছেদ করা হয়েছে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের অভিযানে। ১৯ অক্টোবর দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এই অবৈধ মেলার স্থাপনা উচ্ছেদ করা হয়। সরজমিনে গেলে প্রত্যক্ষদর্শীরা বলেন, গত ২ বছর ধরে এই অবৈধ মেলাটি এখানে বসিয়ে আসছে একটি অসাধু মহল। পাশে একটি স্বনামধন্য মাদ্রাসা রয়েছে। মাদ্রাসা ও এলাকার জনগণ দীর্ঘদিন যাবৎ মেলা বন্ধ করার জন্যে প্রতিবাদ করে আসছেন। কিন্তু মেলা পরিচালক মোঃ শাহ আলম বেপারী প্রভাব খাটিয়ে কারো কথায় কর্ণপাত না করে এই অবৈধ মেলাটি চালিয়ে যাচ্ছিলেন। গত শনিবার সকালে ইউনিয়নের কিছু সচেতন নাগরিকের একটি দল মেলা পরিচালকের কাছে আসলে তার সাথে থাকা লোকজনের সাথে কথা কাটাকাটি হয়। সচেতন নাগরিকের দল যার যার বাড়িতে চলে গেলে মেনাপুর গ্রামের মোঃ বকুলের ছেলে মোঃ রাকিবকে মেলা কমিটির পরিচালক শাহ জালালের লোকজন তার বাড়িতে গিয়ে ঘরে ঢুকে মারধর করে আহত করে মেলার স্থানে নিয়ে আসে। প্রায় ৪ ঘণ্টা ছেলেটিকে আটক করে রাখে এবং তার পরিবারকে হুমকি-ধমকি দেয়। পরে ইউপি চেয়ারম্যান এই খবর পেয়ে উপজেলা প্রশাসনকে জানান। উপজেলা প্রশাসন তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে অবৈধ মেলার স্থাপনা ভেঙ্গে দেয় এবং আটক ছেলেকে উদ্ধার করে চিকিৎসার জন্যে হাসপাতালে পাঠায়। ছেলেকে মারধর ও আটকের দায়ে মেলা পরিচালক মোঃ শাহ জালাল বেপারী ও মোঃ জামাল ভূঁইয়াকে আটক করে থানা হাজতে নিয়ে যায়। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান বলেন, আমি সকালে অফিসে আসার পর মেনাপুরের লোকজন এসে অফিসে ভিড় জমায় এবং রাকিব নামের একটি ছেলেকে মারধর করে তুলে আনার খবর পাই। ঘটনার সত্যতা পেয়ে উপজেলা প্রশাসনকে অবহিত করি। উপজেলা প্রশাসন ও সেনা বাহিনীর একটি টিম খবর পেয়ে দুপুরে এই অবৈধ মেলাটি বন্ধ ও স্থাপনা উচ্ছেদ করে দেয়। তিনি আরও বলেন, রাকিব নামের ছেলেকে মারধর ও আটক করার দায়ে মেলা কমিটির পরিচালক মোঃ শাহ জালাল বেপারী ও জামাল ভূঁইয়াকে আটক করে পুলিশ থানা হেফাজতে নিয়ে যায়। পরবর্তীতে আটক ২ জনকে ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। আটককৃতদেরকে ৫শ’ টাকা জরিমানাও করেছে একই আদালত। ১৯ অক্টোবর শনিবার আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সাজাপ্রাপ্তরা রাজারগাঁও বাজার এলাকায় অনুমোদনহীন মেলা বসানোর পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করে। খবর পেয়ে যৌথবাহিনী মেলার জন্যে তৈরি করা বাঁশের সরঞ্জামাদি খুলে ফেলে। পরে দোষ স্বীকার করার কারণে উভয়কে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। রাজারগাঁওয়ে অবৈধ মেলার বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে মেলার উদ্যোক্তারা একটি ছেলেকে তার বাড়িতে গিয়ে মারধর, বাড়ি থেকে তুলে এনে চার ঘণ্টা আটক করে রাখার মতো যে বাড়াবাড়ি করেছে, সেটা সকল সীমা লঙ্ঘন করেছে। মেলার উদ্যোক্তারা কোনো রাজনৈতিক পরিচয়ে বা ইন্ধনে এমন ক্ষমতা প্রদর্শন করলো কিনা, সেটা নিয়ে ভাবার অবকাশ রয়েছে। তবে ইউপি চেয়ারম্যান কর্তৃক অবগত হয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন যৌথ বাহিনীর মাধ্যমে অভিযান চালিয়ে যে আইনগত ব্যবস্থা নিয়েছে, তার যথার্থতা প্রশ্নাতীত। বিক্ষুব্ধ এলাকাবাসী যদিও আটক দুজনের বিরুদ্ধে এর চেয়ে বেশি শাস্তি প্রত্যাশা করেছে। আমরা মনে করি, তাৎক্ষণিকভাবে যেটা হয়েছে সেটাই যথার্থ। কেননা জাস্টিস ডিলেইড জাস্টিস ডিনাইড।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়