প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ১৮:২৯
মতলব উত্তরে পূজামণ্ডপ পরিদর্শন
হিন্দু-মুসলিম সবাই মিলে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে : ড. মোহাম্মদ জালাল উদ্দীন
মতলব উত্তর উপজেলায় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দীন। ১৮ অক্টোবর শুক্রবার রাতে ষাটনল ইউনিয়নের ষাটনল মালোয়পাড়ায় এ পূজা মণ্ডপ পরিদর্শনকালে ড. মোহাম্মদ জালাল উদ্দীন বলেন, আগে মানুষ তারপর ধর্ম। মানুষের গুণাবলি মানুষের মধ্যে থাকলে ধর্ম সেখানে মুখ্য বিষয় নয়। তিনি বলেন, মতলব উত্তরে হিন্দু-মুসলিম সবাই মিলে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। দেশের বিভিন্ন স্থানে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটলেও মতলব উত্তরে কোনো অঘটন ঘটেনি। আমরা এমন সুন্দর পরিবেশই চাই। বিএনপির আদর্শ বুকে লালন করে আগামীতে সুন্দর সুশৃঙ্খল মতলব গড়তে চাই। এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল হক জিতু, পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান, মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস ইসলাম সোহেল, উপজেলা বিএনপির নেতা কাইউম মুন্সি, যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাজালাল প্রধান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাম, ১নং ওয়ার্ড ষাটনল ইউনিয়ন যুবদলের সভাপতি মাহাবুব আলম, ষাটনল ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি খোকন, ষাটনল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বশির মেম্বার, পৌর ছাত্রদলের সভাপতি শাকিল খান, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, ষাটনল ইউনিয়ন বিএনপি নেতা কামরুজ্জামান বাবু, কাউছার আলম মুক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফ, রনি, ষাটনল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাদিম প্রধান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক হানিফ মিয়া সহ আরো অনেক নেতা-কর্মী।