শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ১৯:১০

চাঁদপুর জেলা ইজতেমা বৃহস্পতিবার থেকে শুরু

স্টাফ রিপোর্টার
চাঁদপুর  জেলা ইজতেমা বৃহস্পতিবার  থেকে শুরু
পুরাণবাজার জুট মিল প্রাঙ্গণে এই বালুর মাঠে ১৭, ১৮ ও ১৯ অক্টোবর অনুষ্ঠিত হবে তাবলিগ জামাতের চাঁদপুর জেলা ইজতেমা।

১৭ অক্টোবর বৃহস্পতিবার ভোর থেকে তিনদিনব্যাপী চাঁদপুর জেলা ইজতেমা শুরু হচ্ছে। তাবলিগ জামাতের ভারতীয় মাওলানা সাদ পন্থীদের অনুসারীরা পুরাণবাজার জুট মিল মাঠে আগামী শনিবার দুপুর পর্যন্ত অনুষ্ঠিতব্য এই ইজতেমায় জেলার অন্তত ২০ হাজার মুসুল্লি যোগদান করবেন । বৃহস্পতিবার বাদ ফজর আম বয়ানের মধ্যে এই ইজতেমা শুরু হলেও শেষ হবে আগামী শনিবার সকাল ১১ টায় আখেরি মুনাজাতের মাধ্যমে। এতে চাঁদপুরের মুসুল্লিরা ছাড়াও ঢাকার কাকরাইলের তাবলিগ জামাতের মুরুব্বিরা উপস্থিত থাকবেন। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা ইজতেমা বাস্তবায়ন কমিটি। ইজতেমা বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে জানানো হয়, চাঁদপুরে মুসলিম উম্মাহর বড় জমায়েত জেলা ইজতেমা। এ ইজতেমায় ধর্মের আলোকে বয়ান করবেন ঢাকার কাকরাইল মসজিদের দেশবরেণ্য আলেমগণ। এতে চাঁদপুর জেলার সদরসহ ৮ উপজেলার প্রায় ২০ হাজার ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করবেন। ইজতেমায় অংশ নেয়া মুসল্লিদের বসার জন্যে বড় আকারে সামিয়ানা, শৌচাগার, গোসলখানা ও অজুখানা বসানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি ইজতেমা প্রাঙ্গণে শতাধিক স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক কাজ করবেন। আগামী শনিবার সকাল ১১টার দিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হওয়ার কথা রয়েছে। ইজতেমা সফল করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়