প্রকাশ : ২৯ জুন ২০২১, ০০:০০
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী : প্রবাসীদের ভাবনা-৬০
দুর্নীতিবাজদের ব্যাপারে সরকারের নীতিগত সিদ্ধান্ত নেয়া উচিত
মোছলেহ উদ্দিন মুন্না
মোছলেহ উদ্দিন মুন্না ২১ বছর যাবৎ সৌদি আরবের আল খারিজ প্রদেশে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছেন। তিনি চট্টগ্রামের চাকতাইয়ে সিটি কর্পোরেশনের ৩৫নং বক্সিরহাট ওয়ার্ডের বাসিন্দা। সম্প্রতি তিনি চাঁদপুর কণ্ঠের মুখোমুখি হন। সাক্ষাৎকার নেন সৌদি আরব ব্যুরো ইনচার্জ জাহাঙ্গীর আলম হৃদয়।
|আরো খবর
চাঁদপুর কণ্ঠ : প্রবাসে কতোদিন আছেন, কী করছেন, কেমন কাটছে সময়?
মোছলেহ উদ্দিন মুন্না : ২১ বছর যাবৎ সৌদি আরবের আল খারিজ প্রদেশে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ ভালো কাটছিলো, কিন্তু মহামারি করোনায় সবকিছু মুখ থুবড়ে পড়েছে। অনেক কষ্টে প্রতিষ্ঠান চালাতে হচ্ছে।
চাঁদপুর কণ্ঠ : বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আপনার অনুভূতি কেমন?
মোছলেহ উদ্দিন মুন্না : দেশ স্বাধীন হয়েছে বলে দেশে এবং প্রবাসে উভয় স্থানে কাজ করতে পারছি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ২০১৪ সালে আমার প্রতিষ্ঠিত চট্টগ্রামে ‘হাসি’ নামক সামাজিক সংগঠন মানুষের কল্যাণে কাজ করে যাছে। মহামারি করোনাসহ সকল সময়ে আমরা মানুষের পাশে আছি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রকৃত স্বাদ খুঁজে পাই।
চাঁদপুর কণ্ঠ : আপনার দৃষ্টিতে স্বদেশের উন্নতি-অগ্রগতি কতোটুকু হয়েছে?
মোছলেহ উদ্দিন মুন্না : স্বদেশের উন্নতি-অগ্রগতি যথেষ্ট হয়েছে বলেই আমরা অন্যের দেশে কাজ করার সুযোগ পেয়েছি।
চাঁদপুর কণ্ঠ : দেশকে নিয়ে আপনার কোনো কষ্ট-বেদনা-অতৃপ্তি আছে কি?
মোছলেহ উদ্দিন মুন্না : দেশকে নিয়ে কোনো কষ্ট-বেদনা নেই। দেশের জন্যে যারা কাজ করে যাচ্ছে তাদের যখন মূল্যায়ন করা হয় না তখন কষ্ট হয়। দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সার্থকতা তখনই আসবে যখন দেশবিরোধীদের খুঁজে বের করে বিচার করা হবে। দেশের উন্নয়ন-অগ্রগতিতে যেসব দুর্নীতি হচ্ছে বা যারা করছে তাদের ব্যাপারে সরকারের নীতিগত সিদ্ধান্ত নেয়া উচিত। একই সাথে তাদের বিরুদ্ধে অভিযোগ এনে বিচারের মুখোমুখি করা দরকার।
প্রবাসীদের কায়িক শ্রমের কথা বিবেচনা করে তাদের জন্যে বাংলাদেশে কর্মসংস্থান নিশ্চিত করা দরকার। দেশের রেমিট্যান্স যোদ্ধাদের জন্যে সকল সুযোগ-সুবিধা বাড়াতে হবে। মাসিক ভাতার ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।
চাঁদপুর কণ্ঠ : সকলের উদ্দেশ্যে আপনার পছন্দের কিছু কথা বলুন।
মোছলেহ উদ্দিন মুন্না : আসুন, দেশ উন্নয়নে সবাই মিলে কাজ করি। বিশ্ব দরবারে দেশের সম্মান বজায় রাখি।