প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০৯
মুন্সীগঞ্জের শ্রীনগরে মুষলধারে বৃষ্টিতে জনদুর্ভোগ ফসলি জমির ক্ষতির আশঙ্কা
মুন্সীগঞ্জের শ্রীনগরের মুষলধারে বৃষ্টিতে জনদুর্ভোগ ও ফসলি জমির ক্ষতির আশঙ্কা কৃষকের।
|আরো খবর
২৫ সেপ্টেম্বর মুন্সীগঞ্জের শ্রীনগরে সকাল ১১:৩০ মি. হতে দুইটা পর্যন্ত টানা মুষলধারে বৃষ্টি হওয়ার ফলে রাস্তাঘাটে চলাচল রত মানুষের দুর্ভোগ বৃদ্ধি। সঙ্গে ছাতা না থাকায় রাস্তায় চলাচলরত জনগণকে দৌড়ে নিরাপদ আশ্রয় নিতে দেখা যায় ,মুষলধারে বৃষ্টির ফলে স্কুলে যাতায়াতরত ছাত্র-ছাত্রীদেরকে বিপাকে পড়তে হয়। বৃষ্টিতে অনেক ছাত্র-ছাত্রী কাক ভেজা হয়ে বাড়ির পথে রওনা দিতে দেখা যায় ।
বাজার গুলো ক্রেতা শূন্য হয়ে পড়ে ,রাস্তাঘাট ফাঁকা হওয়ার ফলে রিক্সা অটো রিক্সা চালকগণ যাত্রীশূন্য হাওয়ায় দুশ্চিন্তায় পড়ে।
এ সময় ফাঁকা রাস্তায় অনেকে বৃষ্টিতে ভিজে গোসল করার আনন্দ উপভোগ করেন। মুষলধারে বৃষ্টির ফলে ফলে তলিয়ে গেছে সবজি সহ ফসলি জমি এতে কৃষক আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করছে ।