প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৬
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতের পাশে হারুনুর রশিদ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পাশে দাড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মোঃ হারুনুর রশিদ। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন ও ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের মেধাবী শিক্ষার্থী মোঃ জাহিদ হোসেনকে গত বৃহষ্পতিবার তিনি দেখতে যান। এসময় তিনি তার শারিরিক বিষয়ে খোঁজ খবর নেন। জানা যায়, গুলির আঘাতে আহত মোঃ জাহিদ হোসেনের পায়ের মারাত্মক ক্ষতি হয়। যে কারণে জটিল কয়েকটি অস্ত্রপ্রচার করতে হয়েছে।
এছাড়া তিনি ৫ আগস্ট ঢাকায় নিহত ও ফরিদগঞ্জে নিহত ফরিদগঞ্জের তিনজন শহীদের পরিবারের পাশে দাঁড়ান। তিনি তাদের খোঁজ খবর নেন এবং আর্থিক সহায়তা করেন। ভবিষ্যতে তাদের পাশে থাকার ঘোষণা দেন।
এব্যাপারে বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মোঃ হারুনুর রশিদ বলেন, ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ব বোধের স্থান থেকেই আমি চেষ্টা করছি।