মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৬

ফ্রান্সে যাওয়ার পথে ট্রেনে বিদ্যুৎ স্পৃষ্ঠে বাংলাদেশির মৃত্যু

ইতালি প্রতিনিধি
ফ্রান্সে যাওয়ার পথে ট্রেনে বিদ্যুৎ স্পৃষ্ঠে বাংলাদেশির মৃত্যু

ইতালি থেকে ফ্রান্সে পাড়ি জমাতে গিয়ে এক বাংলাদেশি ট্রেনের বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন। ২৯ আগস্ট ইতালির ইম্পেরিয়া ইন লিগুরিয়া প্রদেশের ভেন্টিমিগ্লিয়া পৌরসভায় এই দূর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদ মাধ্যম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিহত ওই বাংলাদেশি লোকোমোটিভের ট্রেনের ছাদে করে ইতালি থেকে যাওয়ার পথে ফ্রান্সের সীমান্তে পৌছাঁনোর চেষ্টাকালে ট্রেনের ৩ হাজার ভোল্টের লাইনের কাছাকাছি এলে তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরে ট্রেনটি মেন্টন-গারাভান থেকে কয়েক কিলোমিটার দূরে ভেন্টিমিগলিয়ায় টানেলের মধ্যে থামে। দূর্ঘটনার পরপরই টেকনিশিয়ান, ইতালিয় রেলওয়ে পুলিশসহ উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থালে উপস্থিত হন। নিহত বাংলাদেশির নাম জানা যায়নি। তবে জানা গেছে তার দেশের বাড়ি সিলেটের-হবিগঞ্জে ।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক বাংলাদেশি জানান, এর আগেও নিহত বাংলাদেশি আরও কয়েকবার ফ্রান্সে ঢোকার চেষ্টা করলে ইতালির পুলিশ ফেরত পাঠিয়ে দেন। আগামী শুক্রবার মরহুমের রুহের মাগফেরাত কামনা করে কাসিলিনাস্থ রোডের কাপুয়া মসজিদে দোয়া করা হবে। পাশাপাশি লাশটি রোমে আনার জন্য প্রশাসনের সাথে যোগাযোগ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়