প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ১৫:৩৫
চাঁদপুরে দুইদিন যাবৎ গ্যাস নেই, বিদ্যুৎও লোডশেডিং চরম দুর্ভোগে মানুষ
মনে হচ্ছে চাঁদপুরে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে ধস নেমেছে। বুধবার ও গতকাল বৃহস্পতিবার দুইদিন পাইপলাইনে গ্যাস নেই।পরিবারের রান্না বান্না সব বন্ধ।তার উপর প্রকৃতির ভ্যাপসা গরমের মধ্যে আবার বিদ্যুতের ঘন ঘন লোডশেডি। তাও ঘন্টার পর ঘন্টা।
|আরো খবর
চরম দুর্ভোগে পড়েছে চাঁদপুরের সকল শ্রেণীর পেশার মানুষ। বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ পরিস্থিতি ভয়াবহ। এ অবস্থা আরও নাজুক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর চাঁদপুর অফিস জানায় চট্টগ্রাম এর আনোয়ারা এলাকায় এল এন জি লাইনে লিকেজ হওয়ায় বুধবার গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটছে । কিছু কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে পড়ে। তবে মেরামত কাজ চলছে। আজ বৃহস্পতিবার গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে আশা করছেন চাঁদপুরের ব্যবস্থাপক।কিন্তু দুপুর নাগাদ গ্যাস আসার খবর নেই।
এদিকে,হঠাৎ গ্যাস সংকটের দরুন
দিনের বেশিরভাগ সময় চুলা জ্বলছে না। পাইপলাইনের কিছু চুলা নিবু নিবু করে। এতে বিপাকে পড়েন গ্রাহকরা।এই সমস্যার কথা আগে জানতে না পারার কারণে রান্নাবান্নার কাজ নিয়ে সবাই অপ্রস্তুত ছিল। এ কারণে ভোগান্তির শিকার হতে হয়েছে মানুষ ।
অপরদিকে, গ্যাসের এই সমস্যার সাথে বিদ্যুতের সমস্যা প্রকট আকার ধারণ করেছে। দিনে এবং রাতে চাঁদপুরের বিভিন্ন জায়গায় ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ ছিল না। গ্যাসের কারণে বিদ্যুতের এই সমস্যা কিনা জানতে চাইলে চাঁদপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান জানান। গ্যাস না থাকার সঙ্গে বিদ্যুতের কোন সমস্যা তৈরি হয়নি। বিদ্যুতের লোডশেডিং হচ্ছে।
এদিকে, সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে গণমাধ্যমকে বাখরাবাদ গ্যাস চাঁদপুর অফিসের ব্যবস্থাপক
বলেছেন,অতিদ্রুত গ্যাস পরিস্থিতি স্বাভাবিক করা হবে। মন্ত্রণালয় বিষয়টি নজরদারিতে রেখেছে।
শুক্রবার সকাল থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবার সম্ভাবনা রয়েছে বলে আশ্বস্ত করেন বাখরাবাদ চাঁদপুর কার্যালয়ের ব্যবস্থাপক