প্রকাশ : ৩১ আগস্ট ২০২১, ১০:৩৪
সাদা মেঘের ভেলা
সৌখিন ফটোগ্রাফার : বিপ্লব খান, প্রোপ্রাইটর, মেসার্স খান এন্টারপ্রাইজ, বড়স্টেশন, মাছঘাট, চাঁদপুর।

মেঘের ভেলায় মেঘের খেলার এমন দৃশ্য কার না ভালো লাগে! মেঘনায় গতিময় নৌযান, দু'পাড়ে ব্যস্ত শহর ঊড়ে ঊড়ে তা দেখছে পাখির চোখ। দু'টি পাখি আখি মেলে ডানা ঝাপটিয়ে চলে যায় দিগন্তে। সূর্যের সোনালী আলোয় সাদা মেঘ সোনালী রঙের দ্যুতি ছড়ায় আকাশে। লোকেশন : বড়স্টেশন, মাছঘাট, চাঁদপুর।