রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৯ আগস্ট ২০২১, ২১:৫৬

কাল পরমেশ্বর শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি

বিমল চৌধুরী
কাল পরমেশ্বর শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি

সনাতন ধর্মাবলম্বীদের একমাত্র আরাধ্য দেবতা পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের ৩০ আগস্ট সোমবার আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উৎসব। তাদের বিশ্বাস আর ধর্মীয় মতে, দ্বাপর যুগের এই দিনে রমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণ পৃথিবীতে আগমন করেন এবং পরাক্রমশালী অত্যাচারী রাজা কংসকে হত্যা করে পৃথিবীতে শান্তি স্থাপন করেন। সনাতন ধর্মাবলম্বীদের অনেক দেব-দেবতার পরিচয় থাকলেও একমাত্র শ্রী কৃষ্ণকেই তারা ভগবান হিসেবে পূজা দিয়ে থাকেন। তাদের বিশ্বাস মতে, একমাত্র শ্রী কৃষ্ণই অনাদির আদি মহাপুরুষ বা ভগবান। তার কৃপাতেই বিশ্ব ব্রহ্মান্ধ পরিচালিত হচ্ছে। তাই তাদের কেউ কেউ ভগবানের আবির্ভাব তিথির আজকের এই দিনে উপবাস পালনের মধ্য দিয়ে তাদের উপাস্য ভগবানের কৃপা লাভে ব্রতী হবেন। তারা ভগবানের সš‘ষ্টি লাভে নানা মিষ্টিজাত উপকরণ দিয়ে ভগবানের পূজা ও অভিষেক কার্য সম্পন্ন করবেন। ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথিতে সনাতন ধর্মাবলম্বীগণ প্রতিবছর দেশব্যাপী ব্যাপক ধর্মীয় কর্মসূচির মধ্যে দিয়ে আনন্দ উৎসব উদ্যাপন করলেও বৈশ্বিক মহামারী (কোভিড-১৯) করোনা ভাইরাসের কারণে গতবছর তাদের এই উৎসব পালনে ভাটা পড়ে। করোনার কারণে বন্ধ রাখা হয় শোভাযাত্রাসহ সকল উৎসব।

তবে এ বছর কিছুটা ব্যতিক্রমীভাবে ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি পালনের আয়োজন করা হয়েছে দেশের সকলস্থানে। করোনার কথা চিন্তা করে স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে পরিহার করা হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। সামাজিক দূরত্ব বজায় রেখে মন্দির চত্বরেই পালিত হবে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। এই লক্ষ্যে দেশের অন্যান্য স্থানের ন্যায় চাঁদপুর শহরের পুরাণবাজার জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ (হরিসভা কমপ্লেক্স), পুরাণবাজার দাসপাড়া জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ, পুরাণবাজার ঘোষপাড়া জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ, নতুনবাজার গোপাল জিউড় আখড়া, পুরাণবাজার ঘোষপাড়া গোবিন্দ মন্দির (ইসকন), পুরাণবাজার জগন্নাথ মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে জন্মাষ্টমীর উৎসব। উৎসবে প্রাধান্য পাবে বৈশ্বিক মহামারী করোনা থেকে মুক্তির লক্ষ্যে সমবেত প্রার্থনা, হরিনাম কীর্ত্তন, প্রসাদ বিতরণ। শহরে বের হবে না বর্ণাঢ্য শোভাযাত্রা। জন্মাষ্টমীর উৎসবকে কেন্দ্র করে আজ পালিত হবে সরকারি ছুটি।

জন্মাষ্টমী উপলক্ষে চাঁদপুর জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ এবং চাঁদপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার ও সাধারণ সম্পাদক অ্যাডঃ রণজিত কুমার রায় চৌধুরী জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা এক বার্তায় বলেন, আমরা সারাবিশ্বের ন্যায় এক মহা দুর্যোগপূর্ণ সময় পার করছি। সরকার এই মহাদুর্যোগ কাটিয়ে ওঠার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা যাতে সকলেই এই কঠিন সময় অতিক্রম করতে পারি এবং সকলেই যাতে সুস্থ থাকি, তার জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে আকুতি জানা”িছ। পৃথিবীর সকলের মঙ্গল হোক, শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়