সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ২৯ আগস্ট ২০২১, ২০:৫১

গলায় ফাঁস দিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক
গলায় ফাঁস দিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা
ছবি : সংগৃহীত

ফরিদগঞ্জ উপজেলা চান্দ্রাবাজারে ফারজানা বেগম (২৬) নামে ২ সন্তানের জননী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

২৯ আগস্ট রোববার দুপুরে সকদি রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে বিকাল ৫টা ২০মিনিটের সময় নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। নিহত ফারজানা সকদি রামপুর গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী। তার ১ ছেলে ১ মেয়ে সন্তান রয়েছে।

এ বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের ডাঃ রায়হান মোঃ ওমর ফারুক জানান, আমরা নিহত নারীকে মৃত অবস্থায় পেয়েছি। তার গাল গলায় দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারনা সে সুইসাইড করেছে।

এদিকে নিহত ফারজানা বেগমের বড় বোনসহ স্বজনরা জানান, সে দীর্ঘদিন থেকে অসুস্থ্য। মানসিক সমস্যার কারনে চিকিৎসায় বহু অর্থ ব্যয় করা হয়েছে। ঘটনার দিন সে কাউকে কিছু না বলে ঘরের ভিতর গলায় ফাঁস দেয়।

এদিকে, ময়না তদন্তের জন্য মৃতদেহ হাসপাতালে রাখা ছিল। এ সময় স্ত্রীকে হারিয়ে স্বামী ইসমাইল হোসেন অজ্ঞান হয়ে পড়েন। তবে নিহতের স্বজনরা পোস্টমর্টেম না করার জন্য প্রশাসনের কাছে লিখিত আবেদন করবেন বলে চাঁদপুরকণ্ঠকে জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়