প্রকাশ : ২৬ আগস্ট ২০২১, ১৩:৫৫
কচুয়া মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কার্যক্রম শুরু
শুক্রবার ২৭ আগস্ট জুমাআর নামাজ পড়ার মধ্যদিয়ে শুরু হচ্ছে কচুয়া মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক কার্যক্রম। জুমআর নামাজে ইমামতি করবেন বিধিমোতাবেক নিয়োগকৃত পেশ ইমাম মাও. মোঃ গোলাম কিবরিয়া। ২৫ আগস্ট বুধবার মসজিদ নির্মাণের ঠিকাদারী প্রতিষ্ঠান মসজিদ পরিচালনা কমিটির নিকট মসজিদটি হস্তান্তর করেন। মসজিসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার বিষয়টি পরিচালনা কমিটির সভাপতি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান নিশ্চিত করেছেন।
|আরো খবর
দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মাধীণ ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে মুজিব বর্ষ উপলক্ষে গত ১০ জুলাই প্রথম পর্যায়ের ৫০টি মডেল মসজিদের ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। তন্মধ্যে কচুয়া উপজেলার মসজিদটিও রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রকিবুর রহমান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুলতানা খানম, ইসলামী ফাউন্ডেশন চাঁদপুরে উপ-পরিচালক খলিলুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগসহ উপজেলার বিভিন্ন বিভাগীয় সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের লোকজন।