প্রকাশ : ২৩ আগস্ট ২০২১, ২৩:০৮
নিহত বীর মুক্তিযোদ্ধা শহীদ বেগম আইভী রহমান স্মরণে চাঁদপুর জেলা আ'লীগের কর্মসূচি
২০০৪ সালের ২১শে আগস্ট তৎকালীন স্বাধীনতা বিরোধী বিএনপি জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশে বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলা করে। সে সময় বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান এর সহধর্মীনি বীর মুক্তিযোদ্ধা শহীদ বেগম আইভী রহমান গুরুতরভাবে আহত হন। সম্মিলিত সামরিক হাসপাতালে ৪ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২৪ শে আগস্ট মৃত্যুবরণ করেন। নিহত বীর মুক্তিযোদ্ধা শহীদ বেগম আইভী রহমানের স্মরণে আজ ২৪শে আগস্ট চাঁদপুর জেলা আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে।
|আরো খবর
চাঁদপুর জেলা আওয়ামী লীগের কর্মসূচী :
২৪ শে আগস্ট সকাল ৮.০০ ঘটিকায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন। ২। সকাল ৮.৩০ ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও বীর মুক্তিযোদ্ধা শহীদ বেগম আইভী রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। ৩। বিকাল ৪.০০ ঘটিকায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়া আয়োজিত ২১ শে গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের ও শহীদ বীর মুক্তিযোদ্ধা বেগম আইভী রহমান এর স্মরণে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও তাবারুক বিতরণ।
স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক ২৪ শে আগস্ট বেগম আইভী রহমানের ১৭ তম মৃত্যুবার্ষিকীর সকল কর্মসূচীতে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন তথা সর্বস্তরের জনগণকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।
নিবেদনে
আবু নঈম পাটওয়ারী দুলাল সাধারণ সম্পাদক চাঁদপুর জেলা আওয়ামী লীগ, চাঁদপুর।