জনৈক বণিক পণ্য নিয়ে গঞ্জে যাচ্ছেন। নদীতে ঠেট-ঠেট শব্দে ট্রলার যখন ভাসছে তখন দূর থেকে ভেসে আসছে মুয়াজ্জিনের আজানের ধ্বণী। তীরে পৌঁছতে পৌঁছতে পশ্চিমে হেলে পড়বে সূর্য! তাই মাঝ দরিয়ায় চলন্ত ট্রলারে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়েছেন নদী পথের সওদাগর। আহা! সে কী দৃশ্য। এ দৃশ্য জানান দেয়, রণে-বনে-স্থলে-জলে যেখানেই থাকুন মুমিনদের কাছে আগে নামাজ, পরে কাজ। দৃশ্যপট: চাঁদপুর সেতুর উপর থেকে তোলা।