বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০৫

অবশেষে জিটি রোড সংস্কারের নামে জনদুর্ভোগ লাগব হলো

স্টাফ রিপোর্টার
অবশেষে জিটি রোড   সংস্কারের নামে জনদুর্ভোগ লাগব হলো

গত ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রথম পৃষ্ঠায় জিটি রোড সংস্কার : ঠিকাদারের গাফিলতিতে জনদুর্ভোগ নামে একটি নিউজ প্রকাশিত হয়। নিউজ প্রকাশের ২দিনের মধ্যেই জনদুর্ভোগ লাগব হলো।

২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার জিটি রোডে ৪০০ ফিট ৮ সিসি ঢালাই সম্পন্ন হয়। ২০২৩ সালের জুলাই মাসে জিটি রোডের ক্ষতবিক্ষত রাস্তার খবর ফেসবুকে পোস্ট করে ছাত্রলীগ নেতৃবৃন্দসহ স্থানীয় এলাকাবাসী। পরে এ খবর সামাজিক যোগাযোগ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়লে চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান সরজমিনে এসে ১৩ জুলাই কাজ শুরু করালেন। দিনের পরে দিন মাসের পর মাস চলে যাচ্ছে কাজের কোন অগ্রগতি হচ্ছে না। ৪ ফিটের রাস্তায় আরসিসি ঢালাই নামে ঠিকাদারের গাফিলতিতে সংস্কারের নামে জনদুর্ভোগ লাগব হওয়ায় এলাকাবাসী মেয়র ও কাউন্সিলরকে সামাজিক যোগাযোগ ফেইসবুকের মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন।

তবে জিটি রোডের কাউন্সিলর কার্যালয়ে থেকে মোকসেদুর রহমান গাজী বাড়ি এবং ছৈয়াল বাড়ি পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা ক্ষতবিক্ষত রয়ে গেল। সে ভোগান্তি কবে মিটবে স্থানীয়রা সে অপেক্ষায় দিন গুনছেন।

চরমে দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। অপরদিকে রাস্তার পাশে ড্রেনের কাজের বিলম্ব হওয়ায় ইতিমধ্যে দুইটি শিশুসহ একজন নারী ড্রেনে পড়ে পরে আহত হয়েছেন। এই নিয়ে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উঠেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়