প্রকাশ : ১৭ আগস্ট ২০২১, ১৩:০২
হাজীগঞ্জ ডিগ্রি কলেজে জাতীয় শোক দিবস পালন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়। ১৫ আগস্ট হাজীগঞ্জ ডিগ্রি কলেজের হল রুমে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদ।
|আরো খবর
বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা সহকারী অধ্যাপক ফরহাদ হোসেন রতন, আলহাজ্ব মো. শাহজামাল ও মো. মজিবুর রহমান তালুকদার, উপাধ্যক্ষ মো. আনোয়ার উল্যাহ্, সহকারী অধ্যাপক নাজমা আক্তার, মোহাম্মদ মাকছুদুর রহমান, প্রদীপ কুমার দাস, প্রভাষক সুমন মিয়া। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সহকারী অধ্যাপক আবু নোমান মো. মফিজুর রহমান।
বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্ট শাহাদাত বরণকারী সকলের রুহের মাগফেরাত কামনা করেন।
এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি, সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমসহ সবার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা এবং সুখী সমৃদ্ধশালী উন্নত সোনার বাংলা বাস্তবায়নে রহমত কামনা করেন।