শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ১৭:৩৩

মরে গেলো ভাই, রয়ে গেলো বোন

কামরুজ্জামান টুটুল
মরে গেলো ভাই, রয়ে গেলো বোন

মাত্র ২৩ মাসের জমজ ভাই হাছান আর সানিয়া। গত রোববার মায়ের সাথে বেড়াতে আসে নানার বাড়িতে। সোমবার ২১ আগস্ট দুপুরে ঘটে মর্মান্তিক আর হৃদয় বিদারক ঘটনা। ভাই বোন একত্রে নানার বাড়ির বসতঘরে খেলা করছে। তাদের মা  আমেনা বেগম অন্য রুমে কথা বলছিলেন। খেলারত অবস্থায় হাটিহাটি পা পা করে সবার অগোচরে হাসান ঘর থেকে বেরিয়ে পুকুর ঘাটে চলে যায়। সেখানে গিয়েই পানিতে পড়ে যায়। কিছুক্ষনের মধ্যে তাদের মা আমেনা রুমে  এসে দেখেন মেয়ে সানিয়া নিজের মতো করে খেলা করছে আর হাসান রুমে নেই। 

হাসান হাসান করে ডাকতে ডাকতে ঘর থেকে বেরিয়ে যান মা আমেনা বেগম। তার উৎকন্ঠা মিশানো ডাকে সাড়া দিয়ে বাড়ির অন্যরাসহ খোঁজ শুরু করে হাসানের। বিধিবাম কোথায় ও হাসান নেই। 

কিছুক্ষন পরেই বাড়ির পুকুরের পানিতে ভেসে উঠে ছোট্ট হাসানের তুলতুলে সাদা ধবধবে দেহখানা। চারদিকে ডাকচিৎকার, গগনবিদারী কান্না আর হুড়োহুড়ির মধ্যে হাসানকে নিয়ে যাওয়া হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। 

সোমবার দুপুরে ঘটনাটি ঘটে ঘটনাটি হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া সর্দার বাড়িতে। হাসান একই উপজেলার ৫নং সদর ইউনিয়নের উচ্চগাঁ গ্রামের তালুকদার বাড়ির শাহাদাতের ছেলে। 

হাসানের মামা স্থানীয় ইউপি সদস্য আবুল বাসার জানান, শিশুটিকে বাদ আসর বাবার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা : মো: গোলাম মাওলা  জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। 

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান, পানিতে ডুবে মারা যাওয়া শিশুটির পরিবারের কোন অভিযোগ না থাকার কারনে তাদের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়