প্রকাশ : ১৬ আগস্ট ২০২১, ১১:৪২
আগরতলাস্থিত বাংলাদেশ দূতাবাসে জাতীয় শোক দিবস পালন
১৫ আগস্ট আগরতলাস্থিত বাংলাদেশ দূতাবাসে ভাবগম্ভীর পরিবেশে বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী তথা জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকালে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন দর্শন নিয়ে আলোচনা ইত্যাদি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সহকারী হাই কমিশনার মোহাম্মদ জোবায়েদ হোসেন, মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মান প্রাপক স্বপন কুমার ভট্টাচার্য, বিজেপি দলের ত্রিপুরা রাজ্য কমিটির মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী, ত্রিপুরা বিধান সভার প্রাক্তন সদস্য নকুল দাস, অবসরপ্রাপ্ত শিক্ষা অধিকর্তা নিরঞ্জন দেবনাথ, অধ্যাপক ড.মুজাহিদ রহমান, শিক্ষাবিদ মুস্তাফা কামাল সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ মূল্যবান আলোচনা করেন।
|আরো খবর
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা ও মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মান প্রাপকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় বাচিক শিল্পীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠানে আগরতলা শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।