প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ০১:১৯
শ্রীনগরকে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা
৯ আগস্ট সকাল সাড়ে দশটায় মাননীয় প্রধানমন্ত্রী ১২টি জেলাও ১২৩টি উপজেলাকে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণার সাথে শ্রীনগর উপজেলার নাম ও ঘোষণা করেন।
|আরো খবর
এ সময় শ্রীনগর উপজেলা মিলনায়তনে মুন্সিগঞ্জের জেলা প্রশাসক আবু জাফর রিপন সহ উপস্থিত সকলে করতালির মাধ্যমে প্রধানমন্ত্রীর এ ঘোষণা কে সাধুবাদ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আব্দুল আউয়াল এর সভাপতিত্বে,আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব)জাকির হোসেন।অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মোহাম্মদ তোফায়েল হোসেন সরকার।শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃমশিউর রহমান মামুন,শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন।শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু,সহকারি কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ,বীর মুক্তিযোদ্ধা,গণমাধ্যম কর্মী,জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ , ।
প্রধানমন্ত্রীর ঘোষণার পরপরই আশ্রায়ন দ্বিতীয় প্রকল্পের চতুর্থ ধাপে উপজেলার ২১ টি পরিবারকে দুই শতাংশ জমি সহ পাকা ঘরের দলিল হস্তান্তর করা হয়।