প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০০:৪০
কিশোরকন্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতায় ১০ জন বিজয়ী

কিশোরকন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মে , জুন ও জুলাই ২৩ সালে কিশোর কন্ঠ ম্যাগাজিন থেকে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় চাঁদপুর শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।বিজয়ী প্রতিযোগি শিক্ষার্থীরা হচ্ছে,মোহাম্মদ হামজা - দাসাদী ডি.এস.আই.এস কামিল মাদ্রাসা,মো. মাহদীন আল আবরার-হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়,উসরাত জামিল মুবাশ্বিরা -মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নুহান আহমেদ -আল আমিন মডেল মাদরাসা,আব্দুল্লাহ আল মাহমুদ -হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, মো আব্দুল্লাহ আল মারুফ-আল আমিন মডেল মাদরাসা,আনোয়ার ইব্রাহিম নাফিস-মাদরাসাতুল ইশায়াতিল উলুম,মাহির তাহমিদ আফনান-হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, নিলাদ্রী পাল-হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়,মো ফারজুল করীম-হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়।