প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০০:৫০
মতলব রোটারী ক্লাবের সমাবেশ ও সাপ্তাহিক সভা
রেদওয়ান আহমেদ জাকির

আন্তজার্তিক সেবা মূলক সংগঠন রোটারী ডিস্ট্রিক-৩২৮২ এর আওতাধীন রোটারী ক্লাব অব মতলবের ক্লাব সমাবেশ ও সাপ্তাহিক সভা আজ ২৮ জুলাই মতলব কমিউনিটি সেন্টারে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।
|আরো খবর
মতলব রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটা. ডা. নুশরাত জাহান মিথেনের সভাপতিত্বে ও ক্লাবের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট রোটা. রেদওয়ান আহমেদ জাকিরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চার্টার প্রেসিডেন্ট ও ২৫০শয্যা চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক রোটা. ডা. একেএম মাহাবুবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্লাবের চার্টার সেক্রেটারী ও মতলব বিআরডিবি’র চেয়ারম্যান রোটা. মোহাম্মদ মোফাজ্জল হোসেন। বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আকতার হোসেন, মতলবগঞ্জ পাইলঠ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাছরিন জাহান নিপা, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রোটা. মোঃ মনির হোসেন, সেক্রেটারী রোটা. নূর-ই-আলম, কোষাধ্যক্ষ রোটা. মোঃ কামাল হোসেন, রোটার্যাক্ট ক্লাবের প্রেসিডেন্ট রোটার্যাক্টর মোঃ ইসমাইল হোসেন শাকিল, চার্টার সেক্রেটারী ও ভাইস প্রেসিডেন্ট রোটার্যাক্টর তানভীর আহমেদ, ইন্টার্যাক্ট ক্লাবের চার্টার প্রেসিডেন্ট জোবায়ের আহমেদ রাফি ও চার্টার সেক্রেটারী নাফিজ আহমেদ প্রমুখ। নিয়মিত সাপ্তাহিক সমাবেশে জাতীয় সঙ্গীত ও রোটারী প্রত্যয় পাঠ করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন রোটার্যাক্ট ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রোটার্যাক্টর তানভীর আহমেদ, গীতা পাঠ করেন রোটার্যাক্টর এসএ পলাশ।প্রথমে রোটারী ক্লাব অব মতলবের চার্টার প্রেসিডেন্ট রোটা. ডা একেএম মাহাবুবুর রহমান এসিসটেন্ট গভর্ণর নির্বাচিত হওয়ায় ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এছাড়াও তিনজন নতুন সদস্য ক্লাবে অন্তভ‚ক্তির জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়াও ক্লাবের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়েছে।