প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০০:৪২
পার্থ সারথি দেবনাথ অনিকের ৭তম প্রয়াণ দিবসে অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরন
পার্থ সারথি দেবনাথ অনিকের ৭তম প্রয়াণ দিবসে অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরন করেন পার্থ সারথি (অনিক) মেমোরিয়াল ট্রাস্ট। শুক্রবার সকালে হাজীগঞ্জের শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের এ ত্রাণসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। ২শ ২০ জনের মাঝে এ ত্রাণসেবা দেওয়া হয়। প্রতিজনকে ৫ কেজি চাল, ৩ কেজি আলু, লবন ১ কেজি, ডাল ১কেজি, তেল ১লিটার ও চিঁড়া ১ কেজি বিতরন করা হয়। ত্রাণসেবা কার্যক্রমে সহযোগিতা করেন হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রম ।
|আরো খবর
জানা যায়, ২০১৬ সালের ২৯ জুলাই মাত্র ৩১ বছর বয়সে পার্থ সারথি দেবনাথ অনিক ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন।হাজীগঞ্জ উপজেলার ১০ গন্ধ্যর্বপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে তার পৈতিৃক নিবাস। প্রয়াত পার্থ সারথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব অমূল্য কুমার দেবনাথ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সহকারী পরিসংখ্যান কর্মকর্তা প্রতিমা মজুমদারের একমাত্র সন্তান ছিলেন। তিনি বাংলাদেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলার সহকারী ম্যানেজার ছিলেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে হাজীগঞ্জ শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের ভারপ্রাপ্ত সভাপতি অনিল চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চাঁদপুর রামকৃষ্ণ মিশনের সম্পাদক শ্রীমৎ স্বামী স্থিরাত্মনন্দজী মহারাজ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পার্থসারথি (অনিক) মেমোরিয়াল ট্রাস্টের সহ সভাপতি শ্রী রাখাল চন্দ্র নাথ ভৌমিক, হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের পরিচালনা পর্ষদের সদস্য দীলিপ কুমার সাহা।
হাজীগঞ্জ শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন হালদারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের উপদেষ্টা যুগল কৃষ্ণ হালদার, সদস্য তপন কুমার পাল, অধ্যক্ষ সেবাময়ানন্দ মহারাজ প্রমুখ।