প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০০:৫৩
গজারিয়ায় বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
গজারিয়া সংবাদদাতা
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বিদ্যুতায়িত হয়ে ইমন হোসেন(২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতুলতলা ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমন হোসেন গজারিয়ার বালুয়াকান্দি ইউনিয়নের তেঁতুলতলা গ্রামের কামাল হোসেনের ছেলে।
জানাযায়, পুরাত মেঘনা ঘাট এলাকায় নিজেদের বালি সরবরাহ করা বোর্ড মেরামত কাজ দেখার সময় হঠাৎ বৃষ্টি নেমে আসে। এসময় ওয়েল্ডিং এর কাজ চলা অবস্থায় বিদ্যুৎ অসাবধানতা বসত বিদ্যুতায়িত হয়ে ইমন নদীতে পরে তলিয়ে যায়। তাৎখনিক ফেরিঘাট এলাকার স্থানীয়রা ও নিহতের আত্মীয়স্বজন ও দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে ইমনকে উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।