প্রকাশ : ২৫ জুন ২০২১, ০২:০৬
এইদিনে
২০০২ সালের এইদিনে চাঁদপুরের জেলা ও দায়রা জজ স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদ- প্রদান করেন।
২০০৮ সালের এইদিনে নতুন করারোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ৪২ কোটি ২৭ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়।
২০১০ সালের এইদিনে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাতের মা মোসাম্মৎ জোবায়দা বেগমের দাফন হাজীগঞ্জের বলাখাল কাজী বাড়ির পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়।
২০১১ সালের এইদিনে হাজীগঞ্জের কাজীরগাঁও গ্রামে পাষ- স্বামী ইসমাইল হোসেন তার স্ত্রী এক সন্তানের জননী সুমি বেগমকে পিটিয়ে হত্যা করে।
২০১২ সালের এইদিনে কুমিল্লার চান্দিনার নূরীতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় হাজীগঞ্জের ব্যবসায়ী ইকবাল মজুমদার (৩৫) ও আব্দুল খালেক (৫৫) মারা যান।
২০১৮ সালের এইদিনে মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের কৃতী সন্তান নতুন সেনা প্রধান আজিজ আহমেদের নিকট বিদায়ী সেনা প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক সেনা সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।
২০১৯ সালের এইদিনে হাজীগঞ্জের টোরাগড়-বদরপুর সংযোগ সড়কে ট্রলির নিচে চাপা পড়ে চালক সুফি আলম (২৭) মারা যান।