শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ৩৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

চাঁদপুরে লবি রহমান’স কুকিং ফাউন্ডেশন পিঠা প্রতিযোগিতা অনুষ্ঠানে মেয়র জিল্লুর রহমান জুয়েল

নারীদের মূলধারায় না এনে দেশের উন্নয়ন সম্ভব নয়

নারীদের মূলধারায় না এনে দেশের উন্নয়ন সম্ভব নয়
স্টাফ রিপোর্টার ॥

শীতের শেষে শুরু হচ্ছে বসন্তকাল। আম্রকাননে মুকুলের ছড়াছড়ি। এমনি এক সুন্দর সময়ে দেশজুড়ে চলমান লবি রহমান’স কুকিং ফাউন্ডেশন অনন্যা পিঠা প্রতিযোগিতার চাঁদপুর পর্ব শুরু। ১৩ ফেব্রুয়ারি চাঁদপুর রোটারী ভবনের ডাঃ নুরুর রহমান কনফারেন্স হলে লবি রহমান’স কুকিং ফাউন্ডেশনের উদ্যোগে এই পিঠা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শারমিন আক্তার জুঁইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমাদের প্রধানমন্ত্রীও চান নারীরা স্বনির্ভর হয়ে এগিয়ে যাবে। কারণ দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। নারীদের মূলধারায় না এনে দেশের উন্নয়ন করা সম্ভব নয়। নারীদের বাদ রেখে কোনো দেশ এগিয়ে যেতে পারেনি, পারবেও না। আজকের এ প্রতিযোগিতাটি একটি উদ্ভাবনীমূলক প্রতিযোগিতা। এখানে যারা বিজয়ী হবে তারা ঢাকায় ফাইনালে অংশগ্রহণ করবে। এই উদ্যোগটি শুধু আপনার জন্য নয়, এটি রাষ্ট্রের জন্য। নারীরা এভাবে এগিয়ে এলে রাষ্ট্রের উন্নতি হবে।

লবী রহমান’স কুকিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিইও লবী রহমান বলেন, দায়িত্বটা অনেক বড় একটা জিনিস। দায়িত্বটাকে বেশি প্রাধান্য দিবেন। প্রতিশ্রুতি অনেক বড় একটা জিনিস। কাজের ক্ষেত্রে কখনো অবহেলা করবেন না। সেলিব্রিটি সে, যাকে ১৮ কোটি মানুষের মধ্যে ১৬ কোটি মানুষ চিনে। নিজেকে বড় ভাবতে গেলে তখন পড়ে যাবেন। কাজ জানলে তার প্রতিভা একদিন না একদিন প্রকাশ পাবে।

আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি মুক্তা পীযূষ ও চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের সভাপতি রোটাঃ মাহমুদা খানম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লবী রহমান’স কুকিং ফাউন্ডেশনের সেন্ট্রাল ট্রেজারার পলিন রোজারিও, মেহেরপুরের সভাপতি নয়না আফরোজ, লেখক মাহবুবুর রহমান সেলিম, লবি রহমান’স কুকিং ফাউন্ডেশন চাঁদপুর শাখার রওশন আরা, আমেনা বারী, নীলা রহমানসহ আরো অনেকে। আলোচনা অনুষ্ঠান শেষে কেক কেটে পিঠা প্রতিযোগিতার প্রদর্শন উদ্বোধন করা হয়।

লবী রহমান’স কুকিং ফাউন্ডেশন চাঁদপুরের ট্রেজারার তানজিলাল রহমান জুম্মির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেন্ট্রাল ট্রেজারার পলিন ডি রোজারিও, মেহেরপুরের প্রেসিডেন্ট নয়না আফরোজ ও বিশিষ্ট লেখক মাহবুবুর রহমান সেলিম। বিকেলে প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি পুনাক চাঁদপুরের সভানেত্রী ডাঃ আফসানা শর্মী।

অনুষ্ঠানে বিভিন্ন ধরনের পিঠা নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন : সাফিয়া আক্তার সুমা, আয়শা আক্তার কাজল, শাহিদা আক্তার, সাবিয়া আক্তার, ফারিয়া আবেদিন, তাহমিনা আক্তার, মারজানা আক্তার, জান্নাতুল মাওয়া, তানজিলা আফরোজ তৃষ্ণা, চয়নিকা ওসমান, সুরাইয়া আহমেদ, সোনিয়া আহমেদ, ফারজানা আক্তার, শিলা ঢালি, ফিরোজা আক্তার, আফরোজা বেগম, মুনিয়া বাদল, উম্মে কুলসুম, রানি বিলকিস।

অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ী হন সোনিয়া আহমেদ, জান্নাতুল মাওয়া, সাহিদা আক্তার, আয়েশা আক্তার কাজল, মুনিরা বাদল, সুরাইয়া আহমেদ, যারা ঢাকা রাওয়া ক্লাবের পিঠা প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন। আনুষ্ঠানিকতা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বিচারকবৃন্দ অংশ নেয়া বিভিন্ন প্রতিযোগীদের পরিবেশনা পরিদর্শন করেন।

লবী রহমান’স কুকিং ফাউন্ডেশন চাঁদপুর জেলার সভাপতি রোটাঃ শারমিন আক্তার জুঁই-এর সাথে এ বিষয়ে আলাপ হলে তিনি জানান, এ প্রতিযোগিতাটি দেশের বিভিন্ন জেলায় সম্পন্ন করে ঢাকায় গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়