বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৯:১৪

শাহরাস্তি উপজেলা জমইয়াতে হিযবুল্লাহর ওয়াজ মাহফিল

মোনাফেক এমন এক জিনিস বাহিরে একরকম ভেতরে আরেকরকম : ছারছীনা পীর ছাহেব

স্টাফ রিপোর্টার
মোনাফেক এমন এক জিনিস বাহিরে একরকম ভেতরে আরেকরকম : ছারছীনা পীর ছাহেব

বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমির ও ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মাদ্দা জিল্লুহুল আলী) বলেছেন, আমাদের নেক আমল করতে নেক নিয়ত লাগবে। আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। যতদিন দুনিয়াতে থাকবো, ততদিন আল্লাহর হুকুম পালন করে যেতে হবে। তিনি আরো বলেন, মোনাফেকের আলামত সমাজে এখন বেশি। মোনাফেক এমন এক জিনিস বাহিরে একরকম ভেতরে আরেকরকম। কাফের স্পষ্ট। মুসলমান স্পষ্ট। মোনাফেক অস্পষ্ট। মোনাফেক থেকে সাবধান থাকতে হবে।

সোমবার (৫ সেপ্টম্বর) বাদ আছর শাহরাস্তি উপজেলা জমইয়াতে হিযবুল্লাহর উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলে সূচিপাড়া ডিগ্রী কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহফিলে আরো বক্তব্য রাখেন যুব হিযবুল্লাহর কেন্দ্রীয় মহাসচিব মাওঃ মোঃ রুহুল আমিন আফছারী, ছারছীনা দরবারের মুবাল্লিগ মাওঃ মহিবুল্লাহ আল মাহমুদ, জেলা সভাপতি মাওলানা মোঃ সাইফুদ্দিন খন্দকার ও সাধারণ সম্পাদক মাওঃ মোঃ মমিনুল ইসলাম খান প্রমুখ।

মাহফিলে উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা উপদেষ্টা হাজী আবদুল আহাদ, শাহরাস্তি উপজেলা জমইয়াতে হিযবুল্লাহর আহ্বায়ক আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক ও সচিব মাওঃ মোঃ ইয়াছিন পাটওয়ারী, ফরিদগঞ্জ জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি অধ্যক্ষ আবুল হাসান মোঃ ছাইফুল্লাহ , হাজীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মাওঃ মোঃ মুকবুল হোসাইন ও তালিমে তরিকত সম্পাদক মোঃ মাহমুদুল হক পাটওয়ারী, জেলা যুব হিযবুল্লাহর সদস্য সচিব মোঃ হারুনুর রশিদ পাটওয়ারী, ছাত্র হিযবুল্লাহর জেলা সভাপতি মোঃ শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ নোমান সালেহীসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক মসজিদের ইমাম সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বাদ আছর থেকে মাহফিল শুরু হয়ে গভীর রাতে পীর ছাহেবের আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্তি হয়।

পীর ছাহেব মাহফিলে আগত মুসল্লিদের উদ্দেশ্য করে বলেন, হক্কানী আলেম কারা ? যে আলেম ঠিক মত নামাজ পড়েনা। রোজা রাখেনা। পর্দা করেনা। মিথ্যা কথা বলে।

হক্কানী আলেমগণ নবীদের ওয়ারিশ।

হক্কানী আলেমের খোঁজ করতে হবে। হক্কানী আলেম যদি না থাকে তাহলে দ্বীন থাকেনা। হক্কানী আলেম তৈরি করতেই আল্লামা নেছারুদ্দীন আহমদ (রহঃ) ও আল্লামা শাহ্ আবু জাফর মোঃ ছালেহ (রহঃ) মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আজ সারা দেশে ২ হাজারের অধিক দীনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। তিনি আরো বলেন, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম পালন করব। নিজের মধ্যে আমলী পরিবেশ তৈরি করুন। ঔদাঁড়ি কামান হারাম। দাঁড়ি রাখা ওয়াজিব। তরিকায় সুন্নাত। আমলী ফরজ। কবরে হিন্দুর নমুনায় যেওনা। কবরে রাসূলের নমুনায় যেতে নিজের দেহে আমলের পরিবেশ তৈরি করুন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়