শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ২৫ জুলাই ২০২২, ০০:০০

কচুয়ায় দুই ঘন্টার ব্যবধানে একই অ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন দুই নেতা

কচুয়ায় দুই ঘন্টার ব্যবধানে একই অ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন দুই নেতা
মোহাম্মদ মহিউদ্দিন ॥

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত কচুয়া উপজেলার ৫০শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন একটি অ্যাম্বুলেন্স ২ ঘন্টার ব্যবধানে উদ্বোধন করলেন দুই কেন্দ্রীয় নেতা।

রোববার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে নতুন অ্যাম্বুলেন্সটির শুভ উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষক কমিশনের চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিম উল্যাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ, পৌর আওয়ামী লীগের সভাপতি সোহেল ভূঁইয়াসহ অন্য নেতৃবৃন্দ।

অপরদিকে দুপুর দেড়টার দিকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলানায়তনে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে নতুন অ্যাম্বুলেন্সটি আবারও উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজন কুমার দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, ইউপি চেয়ারম্যান হাবীব মুজমদার, আকতার হোসাইন মজুমদার, মনির হোসেন প্রমুখ।

একই অ্যাম্বুলেন্স পৃথকভাবে দুই স্থানে উদ্বোধনের বিষয়ে জানতে চাইলে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজন কুমার দাস কোনো বক্তব্য দিতে রাজি হননি।

একই অ্যাম্বুলেন্স দুবার দুজন অতিথি একই দিনে ২ ঘন্টার ব্যবধানে উদ্বোধন করায় নেতা-কর্মী ও স্থানীয় জনগণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়