মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫  |   ২৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৯ জুলাই ২০২২, ২২:৫৮

চান্দ্রা -ফরিদগঞ্জ সড়কে ট্রাকচাপায় অটোবাইকের চালক নিহত : আহত ৩ যাত্রী

চান্দ্রা -ফরিদগঞ্জ সড়কে ট্রাকচাপায় অটোবাইকের চালক নিহত : আহত ৩ যাত্রী
অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের মদিনা মার্কেট, ফরিদগঞ্জ সড়কে বালুর ট্রাক চাপায় ঘটনাস্থলেই অটো বাইক চালক নিহত ও তিন যাত্রী গুরুতর আহত হয়েছে। ১৯ জুলাই মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার সময় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হরিণা থেকে বালু বোঝাই একটি পিকআপ মিনি ট্রাক ফরিদগঞ্জ যাবার সময় হঠাৎ চাকা বাস্ট হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটো বাইককে চাপা দেয়। এতে অটো বাইক গাড়িটি পুরোপুরি দুমড়ে মুছরে চালক মারা যায় এবং তিনজন যাত্রী গুরুতর আহত হয়।

আহতদের স্থানিয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কা জনক দেখে ঢাকা রেফার করেন। এই ঘটনায় ঘাতক বালুর ট্রাকের চালক হেলপার পালিয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি।

আহতরা চান্দ্রা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা এবং তারা ওই এলাকার মেডিকেল সড়কের গাজী বাড়ির একই পরিবারের লোকজন। পরে খবর পেয়ে দুর্ঘটনাস্থলে থানা পুলিশ উপস্থিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়