মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫  |   ২৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৫ জুলাই ২০২২, ২০:৪০

চাঁদপুরে বৃদ্ধের লাশ উদ্ধার

চাঁদপুরে বৃদ্ধের লাশ উদ্ধার
ফরিদগঞ্জ ব্যুরো

ফরিদগঞ্জ থানা পুলিশ আব্দুল আজিজ বেপারী (৮৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধর করেছে। শুক্রবার (১৫ জুলাই) সন্ধ্যার পুর্বে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের একটি ডোবা থেকে এ মৃত দেহ উদ্ধার করা হয়।

ফরিদগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করেছে।

জানা গেছে, আব্দুল আজিজ বেপারী গত ৮ জুলাই রাতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ। তার স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজ করে না পেয়ে ফরিদগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করে।

আশপাশের লোকজন ৮ দিনের মাথায় বাড়ির পাশের একটি ডোবায় তার লাশ পড়ে থাকতে দেখে । পরে তারা থানা পুলিশকে সংবাদ দেয়।

আব্দুল আজিজ বেপারী ৪ ছেলে ৪ মেয়ের জনক।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, লাশটি উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়