শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ০৪ জুলাই ২০২২, ২২:১৩

চাঁদপুরে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং

চাঁদপুরে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং
মিজানুর রহমান

চাঁদপুরে আবারো ঘনঘন লোডশেডিংয়ে গ্রাহকসহ শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন। গত রোববার ও সোমবার (৩ ও ৪ জুলাই) এ দুই দিন ভোর থেকে এ সমস্যা শুরু হয়।

দিনভর চাহিদার দুই-তৃতীয়াংশ বিদ্যুৎ দিয়ে চলেছে চাঁদপুর। প্রচণ্ড গরমের মধ্য আবারো লোডশেডিং দেখা দেয়ায় জনসাধারণের মাঝে ক্ষোভ বিরাজ করছে। সবচেয়ে বেশি নাকাল অবস্থা পল্লী বিদ্যুৎ গ্রাহকদের। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য করছেন অনেকে।

চাঁদপুর বিদ্যুৎ বিক্রয় ও বিপনন বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান জানান, জাতীয় গ্রিড থেকে আকস্মিক বিদ্যুৎ উৎপাদনে ঘাটতির কারণে দেশের বিভিন্ন এলাকার মতো চাঁদপুরেও বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে।

তিনি বলেন,পল্লী বিদ্যুৎ ছাড়া চাঁদপুরে পিডিবি'র বর্তমান গ্রাহক সংখ্যা ৬৬ হাজার।প্রতিদিন বিদ্যুতের চাহিদা দিনের বেলায় ১৮ মেগাওয়াট। এর বিপরীতে বর্তমানে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে ১১ মেগাওয়াট।৭ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার বিপরীতে বরাদ্দ কম পাওয়ায় এজন্য ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং দিতে হচ্ছে।

ভুক্তভোগী গ্রাহকরা জানায়, শতভাগ বিদ্যুতায়িত একটি জেলা চাঁদপুর। এতদিন এ জেলায় বিদ্যুতের কোন সমস্যা ছিল না। কিন্তু রোববার ভোর ছয়টা থেকে ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়ে প্রচণ্ড দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দিনে ৪-৫ বার বিদ্যুৎ যাওয়া-আসা করায় বিপাকে পড়েছে আসন্ন এসএসসি, দাখিল ও এইচএসসি পরীক্ষার্থীরা। এ দুর্ভোগ থেকে মুক্তি চান ব্যবসায়ী, পরীক্ষার্থী ও সাধারণ মানুষ।

বিদ্যুৎ সমস্যায় নিয়মিত কাজকর্মে ব্যাঘাত ঘটায় শহরের, উপজেলার ব্যবসায়ী, কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে উঠছেন। মিল কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানান কয়েকজন অটো রাইস মিল মালিক।

একটি সূত্রে জানা যায়, গ্যাস সংকটের দরুন কয়েকটি জায়গার পাওয়ার স্টেশন বন্ধ রয়েছে। তাই বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে। এ কারণে হঠাৎ এর সমস্যা দেখা দিয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়