শনিবার, ১২ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ জুন ২০২২, ১৯:৫৭

মহানবী (সা.)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ফরিদগঞ্জে বিক্ষোভ

মহানবী (সা.)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ফরিদগঞ্জে বিক্ষোভ
এমরান হোসেন লিটন

মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে চাঁদপুরের ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

১৩ জুন সোমবার বিকেলে ফরিদগঞ্জের পূর্ব ভাওয়াল গাউছিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত কয়েক শত ধর্মপ্রাণ মুসুল্লীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি পূর্ব ভাওয়াল গাউছিয়া হাফেজিয়া মাদ্রাসার সামনে থেকে শুরু হয়ে মিছিলটি ভাওয়াল, নদনা, কামালপুর হয়ে শোল্লা বাজারে এসে শেষ হয়।

এসময় বক্তব্য রাখেন পূর্ব ভাওয়াল গাউছিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ ওয়ালী উল্যাহ, হাফেজ মোঃ আব্দুর রহমান। সভায় বক্তারা অবিলম্বে হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যকারীদের বিচার করা এবং রাষ্ট্র হিসেবে ভারত সরকারকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। একই সাথে ভারতীয় পণ্য বয়কট করার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, গত কয়েক দিন পূর্বে একটি টকশোতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন নুপুর শর্মা। পরে তার বক্তব্যের সমর্থনে টুইট করেন দলের মিডিয়া ইনচার্জ নবীন কুমার জিন্দাল। এসবের জেরে দেশে-বিদেশে ব্যাপক ক্ষোভ দেখা দিলে পরিস্থিতি সামাল দিতে তাদের দু’জনকে দল থেকে বহিষ্কার করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়