বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ জুন ২০২২, ২১:৪০

সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী ও রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালিত

অনলাইন ডেস্ক
সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী ও রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালিত

চাঁদপুরের প্রতিষ্ঠিত নৃত শিক্ষালয় সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১২ জুন রোববার রাতে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ। তিনি তাঁর বক্তব্যে বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল যেই চিত্র সমাজের জন্য রেখে গেছেন তা অনুকরণীয়। আমরা এমন গুণীজনদের সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করি। তাদের জীবনী ও ভালো কাজগুলোকে কাজে লাগিয়ে যদি চলার পথ মসৃণ করা যায় সেটাই হোক আমাদের এই অনুষ্ঠানের মহাত্ম।

অনুষ্ঠান উদ্বোধকের বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়। চাঁদপুরের সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের সহ-সভাপতি হারুনুর রশীদ বন্দুকসীর সভাপতিত্বে এবং অধ্যক্ষ অনিমা সেন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার।

পরে ৩টি বিভাগের চিত্রাঙ্কণ প্রতিযোগী বিজয়ীদের হাতে পুরুষ্কার সম্মাণনা তুলে দেয়া হয় এবং মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়