রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১২ জুন ২০২২, ১২:৪৪

সাহিত্য মঞ্চের বই বিষয়ক আড্ডা ‘পাঠচক্র’

অনলাইন ডেস্ক
সাহিত্য মঞ্চের বই বিষয়ক আড্ডা ‘পাঠচক্র’

গত ১০ জুন শুক্রবার শিল্প-সাহিত্যের সংগঠন সাহিত্য মঞ্চের আয়োজনে অনুষ্ঠিত হয় বই বিষয়ক আড্ডা ‘পাঠচক্র’। সাহিত্য মঞ্চের সভাপতি মাইনুল ইসলাম মানিকের সভাপতিত্বে এবং শিক্ষা ও পাঠচক্র সম্পাদক সামিয়া আলমের উপস্থাপনায় পাঠচক্রে বিভিন্ন লেখক, সংগঠক ও পাঠক অংশ নিয়ে বই আলোচনায় সরব হয়ে ওঠেন। বই আলোচনায় অংশ নেন কবি, প্রাবন্ধিক ও ছড়াকার ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, বঙ্গবন্ধু লেখক পরিষদের সভাপতি কবি সামীম আহমেদ খান, কবি ইকবাল পারভেজ, কবি ও প্রাবন্ধিক মুহম্মদ ফরিদ হাসান, কবি ও সম্পাদক দন্ত্যন ইসলাম, কবি খোরশেদ আলম বিপ্লব, কবি আরিফুল ইসলাম শান্ত, কবি নিঝুম খান, কবি ও গল্পকার ইয়াছিন দেওয়ান, কবি আলআমিন মিয়াজী, কবি ফারজানা মুন্নি, মাহবুব আলম, নুসরাত জাহান, আবৃত্তি শিল্পী নুরুন্নাহার নিশি, আহসান আরিফ নিলয়, অনুবাদক সাদ আল-আমিন, সালমা আক্তার পিংকি, জান্নাত আক্তার সাথী, সুবাস মজুমদার, নজির মিয়াজী অপু প্রমুখ।

আলোচকগণ বই আলোচনার পাশাপাশি এই আয়োজনটির ভূয়সী প্রশংসা করেন এবং বই আলোচনা বিষয়ক এই পাঠচক্রটি অব্যাহত রাখার অনুরোধ করেন। তারা বলেন, এই আলোচনাটি অব্যাহত থাকলে বইয়ের ব্যাপারে আগ্রহ সৃষ্টির পাশাপাশি মননশীল পাঠক ও বক্তা তৈরিতে ভূমিকা রাখবে। আলোচনায় অংশ নিয়ে আলোচকগণ রবীন্দ্রনাথের শেষের কবিতা, আলবেয়ার কাম্যুর আউটসাইডার, আলেকজান্ডার বেলায়েভের অ্যাম্পিবিয়ান ম্যান, শরৎচন্দ্রের পথের দাবী, দত্তা, বুলবুল সারওয়ারের ঝিলাম নদীর দেশ, মাইনুল ইসলাম মানিকের হিরন্ময় বানপ্রস্থ, মুহম্মদ ফরিদ হাসানের অন্য শহরের গল্প, পলাশ মজুমদারের জনৈক বিনিয়োগকারীর আত্মহত্যা প্রসঙ্গে, পাভেল আল ইমরানের সুভাইটিস গ্যালাতিয়া, আয়াত আলী পাটোয়ারীর বঙ্গবন্ধু বিষয়ক কাব্যগ্রন্থ, দন্ত্যন ইসলামের ছড়াগ্রন্থসহ প্রায় ত্রিশটির মতো গ্রন্থ নিয়ে অত্যন্ত প্রাণবন্ত আলোচনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়