মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে মতলব উত্তরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
প্রকাশ : ১০ জুন ২০২২, ২২:০২
ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর সহধর্মিণী হযরত আয়েশা সিদ্দিকা (রা.)-কে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নুপুর শর্মাসহ দুই নেতার অবমাননাকর মন্তব্যের মন্তব্যের প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, চাঁদপুরের মতলবের ধর্মপ্রাণ মুসুল্লীরা। প্রতিবাদে মানববন্দন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শুক্রবার (১০ জুন) জুমার নামাজ শেষে মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে তৌহিদী জনতা ও স্থানীয় মসজিদের ইমাম ও মুসুল্লিদের উদোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি ছেংগারচর কারিমিয়া মাদ্রাসা থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন - ছেংগারচর কারিমিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা আতাউল্লাহ মহসিন, ছেংগারচর পৌর বাজার সমবায় সমিতির সাবেক সভাপতি মনির হোসেন বেপারি, দর্জি বাজার জামে মসজিদের ইমাম ও খতিম মাওলানা ইব্রাহিম খলিল আনন্দপুরী প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন বলেন, ছেংগারচর বাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরী। অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট ব্যাবসায়ী নাজমুল খান।
শুক্রবার (১০জুন) সকাল ১০টায় প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি মতলব উত্তর উপজেলা শাখা। মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারস্থ ‘মতলব উত্তর প্রেসক্লাব’ চত্বর থেকে বিক্ষোভ শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা এলাকা হয়ে ছেংগারচর বাজারের চোরাস্তায় এসে সমাবেশের মাধ্যমে মানববন্ধন শেষ হয়।
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান মো. শহীদ উল্লাহ প্রধানের সভাপতিত্বে ও ছেংগারচর পৌর শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মো. এমদাদুল হক মানিকের পরিচালনায় বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির ছেংগারচর পৌর শাখার সভাপতি আবদুল মালেক খান, ছেংগারচর বাজার কারিমীয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আতাউল্লাহ মহসিন।
সমাবেশে বক্তারা বলেন, ভারতের এই বিজেপি হিন্দুত্ববাদী সরকার এবং তাদের নেতৃবৃন্দ প্রায়শই মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করে এবং মুসলিমদের অবমাননা করে কথা বলে এর তীব্র নিন্দাজ্ঞাপন করছি। পৃথিবীর সকল মুসলিমদের আহবান জানাই তারা যেন ভারতসহ যে রাষ্ট্রই এমন আচরণ করবে তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করে।বিশ্ব মুসলিম এক হয়ে তারা যেন সকল অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।
এছাড়াও বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের বিজেপির মুখপাত্র নূপুর শর্মা যে মন্তব্য করেছেন তা ন্যক্কারজনক। মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবশ্যই ভারত সরকারের এ কর্মকাণ্ডে নিন্দা জানাতে হবে এবং ভারত রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানাতে হবে।
ভারতের সরকার দলীয় নেতারা প্রত্যক্ষ ও উদ্দশ্য প্রনোদিতভাবে ইসলামকে অবমাননা করে রাসুল (সা.)-কে নিয়ে কটুক্তি করেছে। এর প্রতিবাদে আজ আমরা এখানে সমবেত হয়েছি। শুধু ভারতে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকাণ্ড বেড়ে গেছে। আমরা সেই সব ঘটনার নিন্দা জানাই।