শনিবার, ১২ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ জুন ২০২২, ১৪:২৯

ছারছীনার মুরিদ ও চাঁদপুরের বিশিষ্ট হোটেল ব্যবসায়ী জামাল খান বেঁচে নেই

স্টাফ রিপোর্টার
ছারছীনার মুরিদ ও চাঁদপুরের বিশিষ্ট হোটেল ব্যবসায়ী জামাল খান বেঁচে নেই

চাঁদপুরে শহরের বিশিষ্ট হোটেল ব্যবসায়ী আল-হেলাল হোটেলের মালিক আলহাজ্ব মোঃ জালাল খান (৭৫) আর বেঁচে নেই। তিনি (আজ) ১০ জুন শুক্রবার সকাল ৯ টায় প্রফেসর পাড়া নিজ বাসায় হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি ছারছীনা শরীফের অরাজনৈতিক সংগঠন জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর শহর শাখার সাবেক সহ-সভাপতি ও বর্তমান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি ছারছীনা লিল্লাহ বোডিং এর খেদমত সহ বিভিন্ন মসজিদ মাদ্রাসার সাথে তিনি সম্পৃক্ত ছিলেন।

তার মৃত্যুতে চাঁদপুর শহরে গভীর শোকের ছায়া নেমে আসে। শেষবারের মতো দেখতে তাঁর নিজ বাসায় ছারছীনা দরবারের ভক্তবৃন্দ এবং চাঁদপুর শহরের হোটেল মালিক ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও এলাকার সুশীল সমাজ ওই বাড়িতে ভিড় জমাতে দেখা গেছে।

মরহুমের জানাজা আজ বাদ জুমা চাঁদপুর শহরের বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানা যায় সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে উপস্থিত হওয়ার জন্য মরহুমের বড় ছেলে মোহাম্মদ হেলাল খান অনুরোধ জানিয়েছেন। জানাজা শেষে পৌর চাঁদপুর বাস স্ট্যান্ড সংলগ্ন পৌর কবরস্থানে দাফন করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়