শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ জুলাই ২০২১, ২০:২৮

চাঁদপুরে কোরবানির হাটে গরু আছে, ক্রেতা নেই

মিজানুর রহমান
চাঁদপুরে কোরবানির হাটে গরু আছে, ক্রেতা নেই

চাঁদপুরে শেষ মুহূর্তে কোরবানির পশুরহাটের ক্রয় বিক্রয় ঢিলেঢালাভাবে চলছে। হাটে পর্যাপ্ত গরু আছে,কিন্তু ক্রেতার সংখ্যা কম।চাঁদপুর শহরের পুরাণবাজার ওচমানিয়া মাদ্রাসা,জাফরাবাদ এমদাদিয়া মাদ্রাসা মাঠের গরুর হাটে ঈদের আগের দিন মঙ্গলবার সন্ধ্যায় এমন চিত্রই দেখা যায়। গরু বিক্রি করতে না পেরে চরাঞ্চলের এবং গৃহস্থ ও খামারীরা হতাশ হয়ে তাদের গরু নিয়ে যাচ্ছে। এবার গরুর দাম তুলনামূলক কম ছিল।

এবার কোরবানি উপলক্ষে চাঁদপুর শহরে ৬টি অস্থায়ীসহ উপজেলা সমূহে অসংখ্য গরুর হাট বসেছে।

সংশ্লিষ্টরা জানান, গত বছর এমন সময়ে ক্রেতা-বিক্রেতা আর পশুতে ঠাসা ছিল হাটগুলো। এবার হাটে পশু আছে ক্রেতারও দেখা নেই।

করোনা আতঙ্কে এবার ক্রেতারা কিছুটা হাটবিমুখ। কেউ কেউ অনলাইনে কিংবা সরাসরি বিভিন্ন খামারে গিয়ে গরু কিনেছেন। তাই বাজারে ক্রেতার উপস্থিতি কম।

সরজমিনে দেখা যায়, শহরে ও গ্রাম গঞ্জের হাটগুলোতে এবার দেশি গরু ছিল ব্যাপক।বেচাকেনা বলতে সোমবারই ছিল জমজমাট। মঙ্গলবার বাজার তেমন একটা জমেনি।গরু নিয়ে বিক্রেতারা বসে থাকতে দেখা যায়। ফাঁকে ফাঁকে কিছু ক্রেতা বাজেট অনুযায়ী তাদের দামে বললে গরু কিনে বাড়ি ফিরছেন।

শেষ দিনে সাধ্যের মধ্যে গরু কিনতে পেরে সস্তিতে অনেক ক্রেতা।

৬০ হাজার থেকে ৭০/৮০ হাজার টাকা দামে বহু গরু বিক্রি হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়