বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৯ জুলাই ২০২১, ১৩:২১

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে সারোয়ার ওয়াদুদ চৌধুরীর ফুলেল শুভেচ্ছা

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে সারোয়ার ওয়াদুদ চৌধুরীর ফুলেল শুভেচ্ছা
প্রেস বিজ্ঞপ্তি

মতলবের কৃতী সন্তান, সৎ সাহসী কর্মবীর সজ্জন, নির্লোভ, নিরংহকার, নিবেদিতপ্রাণ দেশপ্রেমিক, বঙ্গবন্ধুর জীবন-দর্শনের সারথী, পরিকল্পনা মন্ত্রণালয়ের দীর্ঘ ১২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সিনিয়র সচিব/ সিনিয়র সচিব, ডেলটা গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব, মহান মুক্তিযুদ্ধের জাতীয় বীর, দেশবরেণ্য ব্যক্তিত্ব ও সততার বাতিঘর অধ্যাপক ড. শামসুল আলম মোহন কে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত করায় বঙ্গবন্ধু গবেষক ও পিস ফোরামের চেয়ারম্যান সারোয়ার ওয়াদুদ চৌধুরী মাননীয় প্রধানমন্ত্রীর নিকট গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তিনি বলেন, মেধাবী ছাত্রনেতা ড. শামসুল আলম মোহন বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনে অনুপ্রাণিত হয়ে স্কুল জীবনেই ৬২ সালে হামিদুর রহমান শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, ৬৬ সালে বঙ্গবন্ধুর ৬ দফার পক্ষে জনমত গঠন, ছাত্রলীগ নেতা হিসেবে ৬৯ সালে গণ আন্দোলনে ও ৭০ সালে নৌকার বিজয়ের জন্য জনমত গঠনে এবং মহান মুক্তিযুদ্ধে দেশমাতৃকার স্বাধীনতার জন্য জীবনের ঝুঁকি নিয়ে অসাধারন ভূমিকা রাখেন।

তিনি ১৯৬৭ সালে বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক এবং বাংলাদেশ ছাত্রলীগ (শেখ শহীদুল ইসলাম-এম এ রশীদ) কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে অসাধারণ ভূমিকা রাখেন।

বঙ্গবন্ধুর স্নেহধন্য ড. শামসুল আলম মোহন পেশাগত জীবনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৫ বছর অধ্যাপনার পর প্রেষণে ছুটিতে যান। ২০০৯ সালের ১ জুলাই পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে যোগদান করেন। কর্মজীবনে তিনি দারিদ্র্য বিমোচন কৌশলপত্র সংশোধন ও পুনর্বিন্যাস, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পা, জাতীয় টেকসই উন্নয়ন কৌশলপত্র, শতবর্ষের ডেল্টা প্ল্যানসহ নানা পরিকল্পনা প্রণয়ন করেছেন।

এসবের স্বীকৃতিস্বরূপ সরকারি চাকুরিকালীন সময়ে একমাত্র তিনিই প্রথম অর্থনীতিতে একুশে পদক লাভ করেছেন।

এছাড়াও তিনি বঙ্গবন্ধুর কৃষি ভাবনা ও বঙ্গবন্ধুর জীবন-দর্শন ভিত্তিক বহু গ্রন্থের লেখক ও গবেষক।

পিস ফোরামের পক্ষ থেকে সাদা মনের আলোকিত মানুষটিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এ সময় উপস্হিত ছিলেন বীর মুক্তিযাদ্ধা আবুল কালাম আজাদ, হাসান ইমাম, আহছান উল্লাহ আকন্দ, আতিকুর রহমান শিমুল, আবুল হোসেন, হাসিব চৌধুরী ও শামীম আহমেদ প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়