রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ নভেম্বর ২০২২, ১৬:৫২

মতলব মুক্ত দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায়

নতুন প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মোহন

রেদওয়ান আহমেদ জাকির
নতুন প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মোহন

পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিশেষভাবে কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি উপজেলায় নির্মিত হয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ও বীর নিবাস। নতুন প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা আমাদের সকলের দায়িত্ব। আগামী ৪ ডিসেম্বর মতলবমুক্ত দিবস পালিত হবে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে শত্রæদের হাত থেকে যে সকল বীর মুক্তিযোদ্ধা মতলবকে মুক্ত করেছেন তাদের বিষয়ে নতুন প্রজন্মকে জানাতে হবে।

আজ বৃহস্পতিবার ১০ নভেম্বর বেলা ১১ টায় মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে মতলব মুক্ত দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, অতিরিক্ত সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আবুল কালাম আজাদ। সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, পৌর মেয়র আওলাদ হোসেন লিটন, থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, ভাইস চেয়ারম্যান মোঃ মুবিন সুজন, মহিলা ভাইস চেয়াারম্যান ফেরদৌসি বেগম রুনু প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়