মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন এলাকার রাস্তা-ঘাটে মাঠেবাগানে গ্রীষ্মকালীন ফুল কৃষ্ণচূড়া ফুটে ভরে গেছে এলাকা। এ দৃশ্য দেখে ভরে যায় দুটি নয়ন। সে এক অপূর্ব দৃশ্য। কৃষ্ণচূড়া সবুজ চিরল পাতার ফাঁকে ফাঁকে লাল ফুল দেখলে চোখ জুড়ে যায়, মন খুশিতে নেচে ওঠে। কালবৈশাখীর মেঘের ফাঁকে ফাঁকে উঁকি দেয় লাল টুকটুকে কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়ার আবির নিয়ে প্রকৃতি সেজেছে বর্ণিল রূপ দেখলে মনেহয় প্রকৃতিতে আগুন জ্বলছে । বৈশাখ এলেই লাল হয়ে হেসে উঠে কৃষ্ণচূড়া চোখ ধাঁধানো এ ফুলের সৌন্দর্য হার মানায় যেন ঋতুরাজ বসন্তকেও।ঋতুচক্রের আবর্তনে কৃষ্ণচূড়া তার মোহনিয় সৌন্দর্য নিয়ে হাজির হয়েছে প্রকৃতির মাঝে।