প্রকাশ : ২১ জুন ২০২১, ১১:১৮
অর্থহীন প্রলাপ
আমি আর পদ্য লিখি না
দলিলদস্তাবেজ গবেষণা করি এখন।
পাপড়িগুলো শুকাইয়া গিয়াছে
গাছের মগডালে শুকনো পাতার ফাঁকে
সূর্য উঁকি দেয় না আর।
প্রতিশ্রুতিরা খুন হয় বারেবারে
দিন যায় রাত যায়
সৃষ্টিরা ভাসিয়া যায় মরাকাটালে
আমি আর পদ্য লিখি না, গদ্যও নয়
ইতিহাস লিখি রক্তনদীর ধারায়।কথার পিঠে কথা হয় না আর
ছোটগল্পের আসর ফুরাইয়াছে
দিনগুলি বড় ধূসর হইয়াছে,
সময় নাই আর প্রেমকাব্য লিখিবার!
তবে এই সত্য জানিব নিরবধি
দিনমান ক্ষণে রূপ বদলায় যদি
সিকি আধুলির সে প্রেম কারো একার নয়
দ্বিপাক্ষিক যত্নেই তাহা লালন করিতে হয়।দর্পণে দরশনে হাসিকান্নার সমারোহে
দুরন্ত দিনের এক বিমুগ্ধ সারথি,
দুর্দিনে ছিঁড়িলে বাঁধন
চিতায় পুড়িয়া গেল পূজার আরতি।দান প্রতিদানের নাই কোনো ঋণ
আর জনমে ফিরিব একদিন
রূপনগরের হইব ফেরিওয়ালা।
সেইদিন খুঁজিয়া লইব তোমারে
জীবনের দামে কিনিবো তোমারেই-
তোমারেই কিনিবো বারেবারে!
তাই আমি আর পদ্য লিখি না, গদ্যও নয়
কেবলই ইতিহাস লিখি রক্তনদীর ধারায়।