শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২২, ০৪:৩৯

ইতালিতে বৃহত্তর কুমিল্লা সমিতির ইফতার

ইতালি প্রতিনিধি
ইতালিতে  বৃহত্তর কুমিল্লা সমিতির ইফতার

ইতালিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্য দিয়ে বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সমিতির সাধারন সম্পাদক শাহাদাত হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে বায়তুল মা’মুর জামে মসজিদে শনিবার ১৫ এপ্রিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলের শুরুতে শুভেচ্ছা বক্তব‍্য রাখেন ভারপ্রাপ্ত সভাপতি শরীফ মৃধা।

পরে বায়তুল মামুর জামে মসজিদর খতিব মাওলানা আব্দুল আজিজ রমজানের  গুরুত্বপূর্ণ বয়ান করেন।  ইফতার মাহফিলে চারশতাধিক ধর্মপ্রান মুসল্লীদের সরব উপস্থিতিতে পুরো মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিশেষ করে ভেনিস কমিউনিটির প্রায় প্রত্যেকটি রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং কমিউনিটি ব্যাক্তিত্বদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।  এসময় কোরআন তেলোয়াতের সুরের মূর্ছনায়া গোটা মসজিদে এক অন‍্যরকম ইসলামিক পবিত্র আহব বিরাজ করে। 

শুভেচ্ছা বক্তব্যে ভারপ্রাপ্ত সভাপতি শরীফ মৃধা বলেন, কমিউনিটির উন্নয়নে বৃহত্তর কুমিল্লা সমিতি সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে এবং আগামীতে করে যাবে। এসময় তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সাধারন সম্পাদক শাহাদাত হোসাইন তার সংক্ষিপ্ত বক্তব‍্যে সর্বশক্তিমান মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং ইফতার মাহফিলে  আগত কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক,  সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে তিনি বলেন, আল্লাহর অশেষ রহমত, তিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন এবং এমন একটি আমলপূর্ণ স্থানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তিনি আগত সকল অতিথিবৃন্দের মঙ্গল ও সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, বিগত দিনে বৃহত্তর কুমিল্লা সমিতি যেভাবে  কমিউনিটির সকল ভালো মানবিক এবং সেবা মূলক কাজের সাথে ছিল তা আগামীতেও  অব্যাহত থাকবে।  দীর্ঘ এই পথচলায় বৃহত্তর কুমিল্লা সমিতির  পাশে থাকার জন্য তিনি সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরে সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাত শেষে সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ এক সাথে বসে ইফতারে অংশগ্রহন করেন ।

ইফতার মাহফিলের আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বৃহত্তর কুমিল্লা সমিতির উপদেষ্টা আবুল কালাম আজাদ,হুমায়ুন কবির, সহসভাপতি ইউনুছ মিয়া,যুগ্ম সাধারন সম্পাদক আজাদ খান,জসীম উদ্দিনশাওন আহমেদ,অর্থ সম্পাদক কবির হোসাইন, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন,প্রচার সম্পাদক নূরে আলম,আপ্যায়ন সম্পাদক সারোয়ার হোসাইন, সহ-অর্থ সম্পাদক নজরুল ইসলাম শামীম,ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আব্দুল কাদের,শাহআলম জাকির,মনির হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়