প্রকাশ : ০২ এপ্রিল ২০২২, ০০:০০
ফুড ব্লগার জুম্মির বিরুদ্ধে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে ‘বিজয়ী’র প্রতিষ্ঠাতা জুঁইয়ের বক্তব্য
গত ৩১ মার্চ ২০২২ বৃহস্পতিবার চাঁদপুর কণ্ঠের শেষ পৃষ্ঠার নিচের দিকে প্রকাশিত ‘ফুড ব্লগার জুম্মির বিরুদ্ধে ফেসবুকে অশালীন মন্তব্যের অভিযোগে থানায় অভিযোগ’ শীর্ষক সংবাদ প্রসঙ্গে ‘বিজয়ী’র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট শারমিন আক্তার জুঁই চাঁদপুর কণ্ঠে প্রকাশের জন্যে নিন্মোক্ত বক্তব্য প্রেরণ করেছেন, যা হুবহু নিম্নে পত্রস্থ করা হলো।
|আরো খবর
আমি শারমিন আক্তার জুঁই, প্রেসিডেন্ট, লবি রহমান কুকিং ফাউন্ডেশন চাঁদপুর শাখা এবং প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ‘বিজয়ী’।
চাঁদপুরের প্রথম ও একমাত্র নারী ফুড ব্লগার তানজিলাল রহমান জুম্মিকে নিয়ে মিথ্যা ডায়েরি করা হয়। ২০২২ সালে তানিয়া খানের বিজয়ী সংগঠনে আমাকে আশিক খান অনুরোধ করে প্রেসিডেন্ট পদে যুক্ত করে। পরবর্তীতে সংগঠনটি আমার কারণে এতোটা সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে, যে কারণে বিভিন্ন কোর্স, ট্রেনিং চালু হয়েছে।
১ম ছিল 'Attitude & etiquette'-15/01/2022
২য় ছিল 'Advance skin care and healthy lifestyle' -20/01/2022
৩য় ছিল 'Work & Life balance'-04/02/2022
৪র্থ ছিল Communicative English spoken & building Network skills for EntrepreneursÕ-20/02/2022
আমি এই সংগঠনের নতুন লোগো এবং অভিজ্ঞতা সম্পন্ন সকল ব্যক্তিকে দিয়ে স্কিল ডেভলপমেন্ট ট্রেনিং শুরু করেছি। ২০২২ সালের নারী উদ্যামী মেলায় আমি প্রেসিডেন্ট হিসেবে উদ্যমী নারীদের জন্য বিজয়ী সংগঠনের নামে ২টা স্টল নিয়েছি। কিন্তু উদ্বোধনের প্রথম দিনই আমাকে টার্গেট করে কিছু অপ্রত্যাশিত কাজ করা হয়, যা দেখে আমি এবং আমার স্টলের উদ্যোক্তারা খুবই কষ্ট পাই এবং এ ঘটনা থেকে তানজিলাল রহমান জুম্মিসহ বাকি সদস্য তানিয়া ইশতিয়াক খানের বিজয়ী সংগঠন থেকে চলে আসে। পরবর্তীতে সকল উদ্যোক্তার অনুরোধে ও দায়িত্বের দায়বদ্ধতার কারণে আমি নতুন সংগঠন খুলি, যার নাম আমি দেই ‘বিজয়ী’। কিন্তু তানিয়া অপপ্রচার চালায় যে, আমাকে বহিষ্কার করা হয়েছে। এমনকি তানজিলাল রহমান জুম্মি প্রথম থেকে সংগঠনে থাকতে চায়নি, তাকেও একপ্রকার জোর করেই রেখেছিলো। তানিয়া নিজের খাবারের ব্যবসা প্রসারের জন্য এবং প্রায়ই তার বাসায় খাবার পাঠানো হতো রিভিউ দেয়ার জন্য।
তানিয়া ইশতিয়াক খানের এ ব্যবহারে কষ্ট পেয়ে তানজিলাল রহমান জুম্মি এবং বাকি সকল মেম্বার তার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করে, আমি যে ব্যাপারটায় অবগত ছিলাম। তানিয়া ইশতিয়াকের সংগঠন থেকে আলাদা হয়ে আমরা আমাদের কাজে এগোচ্ছিলাম, কিন্তু বার বার আমাদের কাছে তানিয়া ইশতিয়াক ও আশিক খান বাধা প্রদান করে। তানিয়া এবং আশিক খান আমাদের বার বার হুমকি দেয় যে, আমাদের এসএমই মেলা শেষ হলে দেখে ছাড়বে। কিন্তু আমি আমার মেধা, শ্রম ও বুদ্ধি দিয়ে সুন্দরভাবে মেলা সম্পন্ন করেছি এবং আলহামদুলিল্লাহ আমাদের সংগঠন 'বিজয়ী'র নামের সার্টিফিকেট আমার নামেই এসেছে। আমার সংগঠনের সদস্যদের আমার প্রতি ভালোবাসা ও আন্তরিকতা থেকে তানিয়া ইশতিয়াক খানের হিংসা-বিদ্বেষ শুরু। তারপরও আমি ভদ্রতার খাতিরে এবং যথেষ্ট রুচিসম্মত মানুষ হওয়ায় এসব নিয়ে কোনো প্রকার মাতামাতি করিনি। কিন্তু তারা গত ৩দিন আগে একটি মেডিক্যাল ক্যাম্প করে, যেখানে আমার বানানো লোগো ও ব্যানার ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে। এ ব্যাপার নিয়েও আমাদের সদস্যরা প্রতিবাদ জানান দেয় ফেসবুকে। কিন্তু তারপরও তারা থেমে থাকেনি। তারা আমার তৈরি লোগো দিয়ে চাঁদপুরের কমিটি ডিক্লারেশান দেয় এবং যাদের নাম কমিটিতে রেখেছে তারা কেউ এ বিষয়ে জানতই না যে, তাদেরকে কমিটিতে রাখা হয়েছে। আমি বার বার তাদের অনুরোধ করেছি, আমার লোগো ব্যবহার না করতে, তাদের লাল সাদা লোগো ব্যবহার করতে, কিন্তু তারা সেটা করেনি।
তানিয়া খান ও আশিক খান পদে পদে উস্কানিমূলক উক্তি করে, যাতে করে আমার সদস্যরা ক্ষেপে যেতো। পরবর্তীতে আমি চাঁদপুরের এসপি মহোদয়ের সাথে জরুরি ভিত্তিতে অনুমতি ছাড়া লোগো আর ব্যানার ব্যবহারের বিষয়টি নিয়ে অভিযোগ দেই।
কিন্তু তারপরও তানিয়া খান ও আশিক খানের নোংরামি থেমে থাকেনি। আমাদের সংগঠনের ৩১ মার্চ ৫ম ট্রেনিং ছিলো ‘ইড়ড়ংঃ ণড়ঁৎ ঊহবৎমু’ নিয়ে এবং সেই ট্রেনিংয়ের সময়ই তানিয়া ইশতিয়াক খান আমার সংগঠনের সদস্যদের কাছে তানজিলাল রহমান জুম্মির নামে করা মিথ্যা অভিযোগের পেপার কাটিং পাঠায়। যেখানে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট কথা লিখা হয়েছে আমার সদস্যের নামে, যাতে আমি হেনস্তা হই। কিন্তু এত ঝড়ের মধ্যে আলহামদুলিল্লাহ সর্বোচ্চ সংখ্যক (৩০জন) সদস্য নিয়ে আমি ট্রেনিংটি সম্পন্ন করাই।
আশিক খান আমার ছোটবেলার বন্ধু ছিলো, সে কথা চিন্তা করেই তার এবং তানিয়ার নোংরামি নিয়ে আমি কোনো রকম প্রেস ব্রিফিং কিংবা হুমকিমূলক ম্যাসেজ দেই নি তাদের। যেহেতু আমি প্রেসিডেন্ট ছিলাম, আমি আমার কাজ নিয়েই আলাদা হয়ে এসেছি। আমি কারো প্ররোচনায় পড়ে আলাদা হইনি, আমার শ্রম ও অর্থায়নে করা লোগো আমি আমার বলে দাবি করতে পারি, সে অধিকার আমার আছে। আমার কাছে এই পিনস্টার লোগোর রিয়েল কপিও আছে। কিন্তু আজকে আমি বাধ্য হয়ে প্রেস ব্রিফিং দিলাম, কারণ আমার সংগঠনের সদস্যদের নামে ভুয়া অভিযোগ তুলে ধরা হয়েছে। এ সকল বিষয় আমি চাঁদপুর পৌরসভার মেয়র মহোদয়, এসপি মহোদয়, চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, চতুরঙ্গের মহাসচিব হারুন আল রশীদকে অবগত করেছি। আমি এই মিথ্যা অভিযোগের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ দিতে প্রস্তুত আছি।