প্রকাশ : ২৬ মার্চ ২০২২, ০০:৪৫
সেই ডাক এই মহান স্বাধীনতা
সেই ডাক_এই মহান স্বাধীনতা
ফাতেমা রব
_______________________
ডাক এসেছে ৭ই মার্চে--
ডাক এসেছে, স্বাধীনতার!
ডাক এসেছে, যুদ্ধে যাবার;
ডাক এসেছে রক্ত দেবার,
দিতে হবে!
সেই ডাক, সাড়ে সাত কোটি মানুষের রক্তের প্রবাহে
পৌঁছে গেছে;
সেই ডাক, আকাশে বাতাসে আগুনের ফুলকি হয়ে
ছড়িয়ে পড়েছে!
জাগরিত প্রাণের উদাত্ত আহবানে
প্রতিধ্বনি হয়ে কেঁপে উঠেছিল অন্তরীক্ষ!
ওরা ভেবেছিল জয় নয়, ক্ষয় হবে বৃথা আস্ফালন,
শেষ করে দেয়া হবে অসারের তর্জন গর্জন।
রক্ত খেকোরা উন্মাদ হয়ে গেছে--
হায়েনারা মেতে উঠেছিল রক্তের হোলি খেলায়,
রক্ত চায় অনেক রক্ত;
এক সমুদ্র রক্ত দিতে হবে, তবেই না স্বাধীনতা
ফিরে পাবে!
আমি এক যোদ্ধা, অনেক রক্ত ঝরিয়ে স্বাধীনতা
অর্জন করেছি;
আমি এক বীরাঙ্গনা, ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা
ছিনিয়ে এনেছি!
আমি পেরেছি শকুনের চোখ উপড়ে ফেলতে ;
আমি পেরেছি ক্ষতবিক্ষত করতে হায়েনাদেরকে,
মাতৃভূমি থেকে বিতাড়িত করতে!
আমি পেরেছি হায়েনাদের মুখগহ্বর থেকে ত
স্বাধীনতাকে বের করে আনতে!
বিনিময়ে ঝরাতে হয়েছে অনেক রক্ত ;
হারাতে হয়েছে ত্রিশ লক্ষ সন্তান!
দিতে হয়েছে অগনিত মা-বোনের ইজ্জত!
তবুও পেরেছি আমি, হেরে যাইনি!
পেয়েছি আমি, আমার
এই মহান স্বাধীনতা!!
(সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি জানাই
বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা!)
______________________
ঢাকা- মার্চ 25, 2022