প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ২০:৫৫
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় মমিনুল হক খান বাবু
চাঁদপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব হারুনুর রশীদ খানের বড় ছেলে মমিনুল হক খান বাবু চির নিদ্রায় শায়িত হলেন পারিবারিক কবরস্থানে। আজ ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা আড়াইটায় চাঁদপুর সদর উপজেলার ১ নং বিষ্ণুপুর ইউনিয়নের খেরুদিয়া দেলোয়ার হোসেন হাই স্কুল এন্ড কলেজে মাঠে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।
উক্ত জানাজায় ইমামমতি করেন খেরুদিয়া মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম মাওলানা মো.হোসাইন আহমেদ। জানাজায় চাঁদপুরের জেলা ও উপজেলা আওয়ামী লীগ, জেলা জাতীয় পাটি, উপজেলা জাতীয় পার্টি,মতলব উপজেলা জাতীয় পার্টি,জাতীয়তাবাদী দল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী,উপস্থিত ছিলেন।
এছাড়াও বেশকটি ইউনিয়নের চেযারম্যান ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অর্ধ-শত মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
এদিকে জানাজা পূর্বে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন,বিএনপি নেতা দেওয়ান সফিকুজাজামান,উপজেলা আওয়ামী লীগের আলী আশ্বাদ মিয়াজী, যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ খান বাদল,জাতীয় পাটির যুগ্ম আহবায়ক কামাল পাটোয়ারী সফরমালী উচ্চ বিদ্যালয়ের ,প্রধানশিক্ষক মো.আবুল কাশেম ।
পরিবারের পক্ষে বক্তব্য বক্তব্য রাখেন আব্দুল আজিজ খান,মরহুমের ছোট ভাই মো.শাহাজান হোসেন খান আজাদ ও মরহুমের পুত্র মিরাজ খান সাফিন ।
উল্লেখ্য, মরহুম মমিনুল হক খান বাবু ৭ ফেব্রুয়ারি ঢাকার ইন্দিরা রোডের নিজ বাসভবনে সকালে হ্রদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। আলহাজ্ব মমিনুল হক খান চাঁদপুর সদরের সফরমালী হাই স্কুলের একজন আজীবন দাতা ও শিক্ষানুরাগী সদস্য। তিনি সাবেক এমপি,স্কুলের সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম হারুন অর রশিদ খানের জ্যেষ্ঠ পুত্র। ২০০৩ সালের ৫ নভেম্বর তাঁর মৃত্যুর পর থেকেই তিনি উক্ত বিদ্যালয়ের সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে আসছেন।
১৯৬৪ সালের ঢাকার ইন্দিরা রোডস্থ তেজগাঁও জন্মগ্রহণ করেন। ঢাকা কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করার পর তার পিতার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন।
এছাড়াও তিনি ঢাকা ও তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর সদরের খেরুদিয়াসহ অর্ধ-শতেরও বেশি মসজিদ-মাদ্রাসা,এতিমখানা ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি ১ কন্যা ও ২ পুত্র সন্তান রয়েছে।