বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২১

মতলবে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মতলবে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
অনলাইন ডেস্ক

মতলবে ’যুগান্তর’ পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। সত্যের সন্ধানে নির্ভীক যুগান্তরের অবিচল অগ্রযাত্রায় শুভকামনা করেন সবাই। বক্তারা পত্রিকা ও পত্রিকার প্রতিষ্ঠাতার স্মৃতিময় বর্ণাঢ্য জীবনের নানাদিক তুলে ধরেন। বলেন, ‘কর্মে তুমি বেঁচে থাকবে। আমরা তোমাকে ভুলবো না।

রোববার বেলা ১১টায় মতলব উত্তরের ছেংগারচর বাজার পৌর বণিক সমিতির কার্যালয়ে মতলব উপজেলা যুগান্তর প্রতিনিধি ফারুক হোসেনের সভাপতিত্বে এবং দৈনিক সময়ের আলোর স্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাড. নুরুল আমিন রুহুল।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন রুহুল এমপি বলেছেন, ভিশন ২০৪১ বাস্তবায়নে জাতির পিতার কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এখন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকার "গ্রাম হবে শহর "এ শ্লোগান বাস্তবায়নে রাস্তা ঘাট,ব্রীজ, কালভার্ট নির্মাণ,প্রতিটি নাগরিকের কাছে বিদ্যৎ সেবা পৌঁছে দিয়েছে।

তিনি বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। তাদের লেখনীর মাধ্যমে সমাজের অসঙ্গতি দূর হয়। সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের লেখনী এবং প্রশাসনের আন্তরিক প্রচেষ্টায় ক্লিনিকে বিক্রি হয়ে যাওয়া নবজাতক শিশুকে মায়ের কোলে ফিরে দিয়েছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকার প্রতিটি জেলায় একটি আইটি পার্ক নির্মাণ করবে।সে লক্ষ্যে মতলবে আইটি পার্ক নির্মিত হচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) হেদায়ত উল্লা, থানা অফিসার ইনচার্জ মো. শাহাজান কামাল, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি শহিদুল্লা মাস্টার, ইত্তেফাক প্রতিনিধি শামসুজ্জামান ডলার। উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক রতন ফরাজি, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এড মহাসিন মিয়া মানিক, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লা দর্জি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদ, বণিক সমিতির সভাপতি মনির হোসেন বেপারী, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ফরাজি, সাবেক সভাপতি মোবারক মুফ্তি, সাবেক প্যানেল মেয়র আবু জাফর সরকার ডালিম,পৌর যুবলীগের সভাপতি আবুল হোসেন ফরাজি, সাংগঠনিক সম্পাদক জামান সরকার, সাবেক কমিশনার মজিবুর রহমান, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, মতলব উত্তর উপজেলা সভাপতি আব্দুল লতিফ মিয়াজী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক গোলাম নবী খোকন, শহিদুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম, দৈনিক নয়াদিগন্ত মতলব প্রতিনিধি শেখ ওমর ফারুক, সাংবাদিক শফিকুল ইসলাম রানা, সাংবাদিক সাজ্জাদ হোসেন, সাংবাদিক সুমন আহমেদ প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়