বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২২, ১৩:২৮

ফরিদগঞ্জে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে আগুনে পুড়ে বেলী বেগম (৭০) নামে এক বৃদ্ধার করুণ মৃত্যু হয়েছে। এসময় আগুনের লেলিহার শিখায় ওই বৃদ্ধার বসত ঘরটিও পুড়ে ছাই হয়ে যায়। বৃহষ্পতিবার (২৭ জানুয়ারী) রাতে উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নে এই ঘটনা ঘটে। মৃত বেলী বেগম ওই ইউনিয়নের পশ্চিম সন্তোষপুর গ্রামের হামিদ আলী হাজী বাড়িতে মৃত লনি মিয়ার বড় মেয়ে।

ওই বাড়ির প্রবাসী বাবুল হাজীর স্ত্রী জান্নাত আক্তার জানান, রাতে হঠাৎ করেই আগুন দেখে ডাক চিৎকার করলে বাড়ির লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ঘরের ভিতরে থাকা বৃদ্ধা বেবি বেগমকে বাঁচাতে পারেনি বাড়ির লোকজন।

বাড়ির লোকজন জানান, বেলী বেগম ঘরের ভিতর দিয়ে তালা দিয়ে ঘুমাতেন। যার কারনে তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। তবে কিভাবে আগুন লাগলো তা কেউই নিশ্চিত করে বলতে পারছেন না। স্থানীয় লোকজনের ধারনা, গ্যাস সিলিন্ডারের আগুনেই ঘর ও বৃদ্ধার মৃত্যু হয়।

বেলী বেগমের ছোট বোন মনি বেগম জানায়, ‘আমার বোন বেলি বেগম ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। তিনি পিজি হাসপাতালে আয়ার কাজ করতেন। নি:সন্তান বেলী বেগমের স্বামী সাজ্জাদ হোসেন ২০০৮ সালে মারা যান। স্বামীর বাড়ি সিলেট হলেও তিনি গত প্রায় আড়াই বছর যাবৎ বাবার বাড়িতে থাকেন।

আগুনের সংবাদ পেয়ে হাইমচর উপজেলার আলগী বাজার থেকে ফায়ার সার্ভিসের ৫ সদস্যের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার বিষয়ে আলগী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওহিদুল ইসলাম জানান, আগুন লাগার তথ্য জেনে ৫জন ফায়ার সার্ভিসের কর্মি ঘটনাস্থলে এসে সম্পূর্ন আগুন নিয়ন্ত্রনে এনেছি। কি ভাবে আগুন লেগেছে জানতে চাইলে তিনি জানান, এখনো কিছুই বলা যাচ্ছে না।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, আগুন লাগার ঘটনা শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি ও আগুনে পুড়েঁ যাওয়া মহিলার লাশ উদ্ধার করেছি ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়