প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২১, ০০:২৯
বিজয় মেলায় প্রচন্ড ভিড়ের চাপ দিশেহারা দর্শনার্থীরা
চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলা সড়কে দেড় ঘন্টার প্রচন্ড ভিড়ের চাপে দিশেহারা হয়ে পড়েছেন নারী পুরুষ শিশুসহ মেলায় আগত দর্শনার্থীরা। তারা ঘণ্টাখানেক ভিড়ের মধ্যে আটকে ছিলেন।
|আরো খবর
১৬ই ডিসেম্বর বিজয় দিবসের দিন সন্ধ্যা রাত ৭টার সময় চাঁদপুর আউটার স্টেডিয়ামে এমন পরিস্থিতির সৃষ্টি হতে দেখা যায়। তখন কেউ মেলার দিকে যেতে এবং বের হতে পার ছিলেন না। শত শত মানুষের ভিড়ের চাপে দম বন্ধ হওয়ার উপক্রম এমনকি পদদলিত হয়ে প্রাণহানি ঘটার আশংকা দেখা দিয়েছিল।
জেলা প্রশাসনের তিনটি গাড়ি মেলা প্রাঙ্গণে ঢুকতে গিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। জেলা প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতিকে এ ভিড়ের কবলে পড়তে হয়েছে।
বিজয় দিবস ও সরকারি ছুটির দিন হওয়ায় মেলা প্রাঙ্গন ছিলো লোকে লোকারণ্য। মানুষের উপচে পড়া ভিড়ের এমন দুর্ভোগ দেখে এ বিশৃংখলার জন্য মেলা আয়োজকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন অনেকে।
এদিকে, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ মেলায় এমন ভিড় দেখে বাড়তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন এবং শৃঙ্খলা ফেরাতে প্রবেশ ও বাহির আলাদা দুটি পথ রেখে মেলা করার তিনি নির্দেশনা দিয়েছেন।