প্রকাশ : ৩১ অক্টোবর ২০২১, ২১:১২
সারাদেশে করোনায় আরো ৬ জনের মৃত্যু, আক্রান্ত ২১১ জন
২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় নতুন শনাক্তের সংখ্যা বেড়েছে। তবে কমেছে মৃত্যু। ৩০ অক্টোবর সকাল ৮টা থেকে ৩১ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ২১১ জনের মধ্যে করোনা ধরা পড়েছে। আগের ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা ছিল ১৬৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ছয় জন। আগের দিন মৃত্যু হয়েছিল আট জনের। রবিবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর এসব তথ্য জানিয়েছে।
জানা গেছে, দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৯ হাজার ৫৩৯ জন। আর মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৮৬৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষার জন্য ১৭ হাজার ৫৮টি নমুনা সংগৃহীত হয়েছে। তবে পরীক্ষা করা নমুনার সংখ্যা ১৭ হাজার ২২৬টি। আগের দিনের চেয়ে শনাক্তের হার কমেছে। গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ১ দশমিক ২২ শতাংশ। গতকাল তা ছিল ১ দশমিক ২৫ শতাংশ।
দেশে এখন পর্যন্ত মোট ১ কোটি ৩ লাখ ৪৯ হাজার ৮৭০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭৫ লাখ ২২ হাজার ৯৩৪টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৮ লাখ ২৬ হাজার ৯৩৬টি পরীক্ষা হয়েছে। মোট পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ১৫ দশমিক ১৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।
করোনা থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৭৬ জন। তাদের নিয়ে দেশে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৪২৩ জন সুস্থ হলেন। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ছয় জনের মধ্যে পুরুষ দুই জন আর নারী চার জন। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১৭ হাজার ৮৪২ জন পুরুষ এবং ১০ হাজার ২৬ জন নারী প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি চার জন ৪১-৫০ বছরের মধ্যে। এছাড়া ৬১-৭০ বছরের মধ্যে একজন এবং ৭১-৮০ বছরের মধ্যে আছেন একজন।
গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ছয় জনের মধ্যে ঢাকা বিভাগের ছিলেন তিন জন। বাকিদের মধ্যে চট্টগ্রাম বিভাগের দুই জন এবং খুলনা বিভাগের একজন। তারা সবাই সরকারি হাসপাতালে মারা গেছেন।