শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ জুলাই ২০২১, ২০:২২

অবশেষে ঢাকার হাসপাতালে মারা গেল শাহরাস্তিতে দুর্বৃত্তদের হামলায় নিহত নুরুল আমিনের স্ত্রী

মোঃ মঈনুল ইসলাম কাজল

শাহরাস্তি উপজেলার নাওড়ায় দুর্বৃত্তদের হামলায় সমাজসেবার সাবেক কর্মকর্তা নিহত নুরুল আমিনের স্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ ৩ জুলাই বিকেল সাড়ে ৫টায় তিনি মারা যান।

এ খবর নিশ্চিত করেছেন তার ছেলে জাকারিয়া বাবু। তিনি আরো জানান, তার বাবার কবরের পাশেই তার মাকে সমাহিত করা হবে।

গত ১ জুলাই শাহরাস্তি উপজেলার নাওড়ায় এলাকায় আমিন বাড়ি থেকে সাবেক সমাজসেবা কর্মকর্তা নুরুল আমিনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় গুরুতর আহতাবস্থায় তার স্ত্রী কামরুন্নাহারকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কামরুন্নাহারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

স্হানীয় সংসদ সদস্য মেজর ( অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের সহযোগিতায় গত ২ জুলাই কামরুন্নাহারকে আইসিইউতে স্হানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

উল্লেখ্য, গত ১ জুলাই নুরুল আমিনের ছেলে জাকারিয়া বা বাদি হয়ে শাহরাস্তি থানার মামলা দায়ের করেন। পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়